Indian Football Team: টিম ইন্ডিয়ার থেকে জন্মদিনের উপহার চাইছেন ইগর স্টিমাচ
Team India, Igor Stimac: কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ম্যাচটা এ বছর ভারতের দ্বাদশ ম্যাচ। বিদেশে প্রথম। ঘরের মাঠে বিপুল সমর্থন পেয়েছে ভারতীয় দল। এখানেও হয়তো কিছুটা সমর্থন থাকবে। সমর্থকদের সামনে ভালো পারফরম্যান্সেই নজর ইগর স্টিমাচের।
চিয়াং মাই, থাইল্যান্ড: কিংস কাপ খেলতে থাইল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর চিয়াং মাইতে ভারতীয় দলকে স্বাগত জানাতে বেশ কিছু ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার কিংস কাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইরাক। তার আগের দিন অর্থাৎ আগামী কাল হেড কোচ ইগর স্টিমাচের জন্মদিন। দলের ফুটবলারদের কাছে জন্মদিনের উপহার চেয়ে রেখেছেন স্টিমাচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
থাইল্যান্ডে প্রচন্ড গরম। যদিও ভারতীয় ফুটবল দলের কাছে স্বস্তির বিষয়, বৃষ্টির পুর্বাভাস রয়েছে। আর বৃষ্টি ভেজা বা কাদা মাঠে ভারতীয় ফুটবলারদের খেলার অভিজ্ঞতা রয়েছে। যদিও এই টুর্নামেন্ট একেবারেই সহজ নয় ভারতের কাছে। সেমিফাইনালে প্রতিপক্ষ ইরাক এশিয়ান ফুটবলের অন্যতম সেরা দল। এই ম্যাচ প্রসঙ্গে স্টিমাচ বলছেন, ‘আমার জন্মদিন আসছে। আশা করছি ইরাকের বিরুদ্ধে ছেলেরা আমাকে আনন্দ উপহার দেবে। বৃষ্টির পুর্বাভাস রয়েছে শুনেছি। এটাই হয়তো আমাদের সাহায্য করতে পারে। তবে কেউ অ্যাডভান্টেজে থাকবে না এটুকু বলতে পারি। ইরাকও বিদেশের মাটিতেই খেলছে, আমরাও।’
সাফ চ্যাম্পিয়নশিপের পর ফের দলের সঙ্গে মিলিত হলেন স্টিমাচ। দীর্ঘ সময় পর ফুটবলারদের কাছে পেয়ে আপ্লুত কোচ। অনুশীলনে বলেন, ‘আমি ওদের প্রচন্ড মিস করেছি। এখন দেখতে হবে, ওরা আমাকে কতটা মিস করেছে।’ ভারতীয় দলে চিন্তার জায়গাও রয়েছে। ইরাকের বিরুদ্ধে বড় ম্যাচ। ভারতীয় দলে থাকা ইস্টবেঙ্গল ও মোহনবাগান ফুটবলারদের কাছে আরও বেশি চ্যালেঞ্জের। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে তাদের হাতে বেশি সময় নেই। রবিবার ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের একমাত্র গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন।
কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ম্যাচটা এ বছর ভারতের দ্বাদশ ম্যাচ। বিদেশে প্রথম। ঘরের মাঠে বিপুল সমর্থন পেয়েছে ভারতীয় দল। এখানেও হয়তো কিছুটা সমর্থন থাকবে। সমর্থকদের সামনে ভালো পারফরম্যান্সেই নজর ইগর স্টিমাচের।