Sandesh Jhingan: শেষ বেলায় ‘সন্দেশ’, এশিয়ান গেমসের স্কোয়াডে শক্তি বাড়ল ব্লু টাইগার্সদের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 15, 2023 | 9:51 PM

Asian Games Men's Football: ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য দারুণ স্বস্তির খবর। বুধবার এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সিনিয়র প্লেয়ারদের মধ্যে সেই স্কোয়াডে ছিলেন একমাত্র সুনীল ছেত্রী। ভারতের আক্রমণ ভাগে সুনীলের মতো অভিজ্ঞ প্লেয়ারকে পাওয়ায় স্বস্তি ছিল। কিন্তু চিন্তা ছিল রক্ষণ নিয়ে। সেই চিন্তা কিছুটা হলেও মিটল। এশিয়ান গেমসের স্কোয়াডে এ বার সন্দেশ ঝিঙ্গান।

Sandesh Jhingan: শেষ বেলায় সন্দেশ, এশিয়ান গেমসের স্কোয়াডে শক্তি বাড়ল ব্লু টাইগার্সদের
Image Credit source: AIFF

Follow Us

নয়াদিল্লি: ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য দারুণ স্বস্তির খবর। বুধবার এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সিনিয়র প্লেয়ারদের মধ্যে সেই স্কোয়াডে ছিলেন একমাত্র সুনীল ছেত্রী। ভারতের আক্রমণ ভাগে সুনীলের মতো অভিজ্ঞ প্লেয়ারকে পাওয়ায় স্বস্তি ছিল। কিন্তু চিন্তা ছিল রক্ষণ নিয়ে। সেই চিন্তা কিছুটা হলেও মিটল। এশিয়ান গেমসের স্কোয়াডে এ বার সন্দেশ ঝিঙ্গান। সঙ্গে আরও দুই ফুটবলারকে যোগ করা হল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়ান গেমসের সঙ্গে চলবে ইন্ডিয়ান সুপার লিগও। প্লেয়ার ছাড়া নিয়ে ক্লাবগুলির সঙ্গে দ্বন্দ্ব চলছে ফেডারেশনের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এফএসডিএল-কে অনুরোধ করেছিল এশিয়ান গেমসের পর যাতে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করা যায়। সেই অনুরোধ যদিও রাখা হয়নি। এশিয়ান গেমস ফিফার নিয়মের আওতায় না থাকায় ক্লাবগুলি প্লেয়ার ছাড়তে বাধ্য নয়। সুতরাং, আলোচনা ছাড়া কোনও পথ ছিল না। একঝাঁক তরুণ ফুটবলারকে পেলেও সিনিয়রদের পাওয়া নিয়ে জটিলতা ছিল।

এশিয়ান গেমস মূলত অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্ট হলেও তিনজন সিনিয়র প্লেয়ার রাখা যায়। প্রত্যাশা ছিল সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে রাখা হবে। ক্লাব ছাড়তে চাইছিল না তাঁদের। বুধবার দল ঘোষণায় দেখা যায়, স্কোয়াডে রয়েছেন সুনীল ছেত্রী। এ দিন যোগ করা হল সন্দেশ ঝিঙ্গানকে। স্কোয়াডে শক্তি বাড়ল। এশিয়ান গেমসের দলে যোগ করা হয়েছে চিংলেনসানা এবং লালচুননুঙ্গাকেও। ইস্টবেঙ্গলের তরুণ স্ট্রাইকার নাওরেম মহেশের চোট রয়েছে। ফলে তাঁকে নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

Next Article