
ঠিক যেন এমনটা হওয়ারই ছিল। অপেক্ষা ছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। অবশেষে হল। ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে বিদায় স্পেনের মানোলো মার্কোয়েজের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও মানোলোর গোল্ডেন হ্যান্ডশেক হয়ে গিয়েছে। জাতীয় দলের পরবর্তী কোচ কে হবে, তা নিশ্চিত নয়। তবে ভারতীয় কোচের দিকেই যে ঝুঁকে ফেডারেশন, এ বিষয়ে সন্দেহ নেই।
ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়ার কোচ ছিলেন মানোলো মার্কোয়েজ। এই স্প্যানিশ কোচ ২০২২ সালে আইএসএলে হায়দরাবাদ এফসিকে চ্যাম্পিয়ন করেছিলেন। গত মরসুমে এফসি গোয়ার পাশাপাশি ভারতের জাতীয় দলের কোচ করা হয় মানোলো মার্কোয়েজকে। এফসি গোয়ার হয়ে সুপার কাপও জেতেন। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি এবং ভারতীয় দলের কোচিং নিয়ে অনেকেই সন্দীহান ছিলেন। জাতীয় দলের দায়িত্ব নিয়ে সাফল্য নেই।
ইগর স্টিমাচের কোচিংয়ে ধারাবাহিক ব্যর্থতার পর ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছিল মানোলো মার্কোয়েজকে। টিমের পরিস্থিতি এমনই যে সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ফেরাতে বাধ্য হয়েছিল ফেডারেশন। মানোলোর কোচিংয়ে ৮টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। এর মধ্যে জয় মাত্র একটি ম্যাচে। সেটিও মলদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে। তাঁর কোচিংয়ে সর্বশেষ হতাশা ১০ জুন। হংকংয়ের কাছে ০-১ ব্যবধানে হেরেছিল ভারত। মার্কোয়েজ বিদায়ের পর এ বার নতুন কোচের খোঁজ।