Sports Psychologist : সামনে বড় টুর্নামেন্ট, প্রথম বার ভারতীয় দলে ক্রীড়া মনোবিদ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 22, 2023 | 7:20 PM

Indian Men's Team : ভারতীয় ক্রীড়াক্ষেত্রে মনোবিদ নিয়োগ নতুন নয়। তবে ভারতীয় ফুটবলে, জাতীয় পুরুষ দলে এ বারই প্রথম। ক্রীড়া মনোবিদ শ্যামল বল্লভজীর অভিজ্ঞতাও অনেক। অতীতে টেনিস প্লেয়ার, আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং বিশ্বের নানা গলফ্ তারকার সঙ্গে কাজ করেছেন শ্যামল।

Sports Psychologist : সামনে বড় টুর্নামেন্ট, প্রথম বার ভারতীয় দলে ক্রীড়া মনোবিদ
Image Credit source: AIFF

Follow Us

কলকাতা : ফিফা নির্বাসন থেকে ঘুরে দাঁড়ানো। প্রশাসনিক স্তরেই শুধু নয়, এ বার মাঠের পারফরম্যান্সে আরও উন্নতি করতে মরিয়া ভারতীয় ফুটবল। সেই লক্ষ্যেই নানা পরিকল্পনা নিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। এ বার অভিনব উদ্যোগ। প্রথম বার জাতীয় পুরুষ ফুটবল দলে নিয়োগ করা হল ক্রীড়া মনোবিদকে। সামনে ভারতীয় ফুটবল দলের বেশ কিছু বড় প্রতিযোগিতা রয়েছে। ভুবনেশ্বরে তারই শিবির চলছে। সেখান থেকে চূড়ান্ত দল বেছে নেওয়া হবে। তবে শুধু ফুটবল টেকনিকের দিক থেকেই নয়, মানসিক ভাবেও ফুটবলাররা যাতে দারুণ জায়গায় থাকেন, সেই লক্ষ্যেই নিয়োগ করা হল ক্রীড়া মনোবিদ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নিয়োগ করেছে ক্রীড়া মনোবিদ শ্যামল বল্লভজীকে। ভুবনেশ্বরে জাতীয় দলের শিবিরেই রয়েছেন এই ক্রীড়া মনোবিদ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভুবনেশ্বরে ইন্টার কন্টিনেন্টাল কাপ খেলবে ভারতীয় ফুটবল দল। এরপরই রয়েছে বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক স্তরে আরও কিছু ম্যাচও খেলবে ভারতীয় ফুটবল দল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায়, এএফসি এশিয়ান কাপকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে মনোবিদ নিয়োগ নতুন নয়। তবে ভারতীয় ফুটবলে, জাতীয় পুরুষ দলে এ বারই প্রথম। ক্রীড়া মনোবিদ শ্যামল বল্লভজীর অভিজ্ঞতাও অনেক। অতীতে টেনিস প্লেয়ার, আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং বিশ্বের নানা গলফ্ তারকার সঙ্গে কাজ করেছেন শ্যামল। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, প্রীতম কোটালদের মতো তারকা ফুটবলাররা জাতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। তেমনই ক্লাব ফুটবলেও নিয়মিত খেলতে হয়। এ বার ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে প্রীতম কোটালের নেতৃত্বাধীন এটিকে মোহনবাগান। ক্রিকেটের মতো না হলেও, তাঁদেরও ঠাসা ক্রীড়া সূচি। সে কারণেই ফুটবলার মানসিক স্বাস্থ্যে জোর দিতে চাইছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচও আশাবাদী, মনোবিদ নিয়োগে দারুণ উন্নতি হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই উদ্যোগকে বাহবা দিচ্ছেন স্টিমাচ। বলছেন, ‘প্রতিটা প্লেয়ারের মানসিকতা আলাদা হয়। তাদের ব্যক্তিত্ব একেকরকম। চাপের মুহূর্তে ওরা কী ভাবে নিজেদের মেলে ধরতে পারবে, আবেগটাকে নিয়ন্ত্রণ করে ভালো পারফর্ম করা যায় কিংবা বাইরের চাপের সঙ্গে মানিয়ে নিয়ে পারফরম্যান্সে কী ভাবে উন্নতি করা যায়, সেই বিষয়টা নিয়ে ক্রীড়া মনোবিদ অনেক বেশি সাহায্য করতে পারবেন।’ এর ফলে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ায় আরও উন্নতি হবে বলেও মনে করছেন ভারতীয় দলের কোচ।

ভারতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়ে শ্যামল বল্লভজী বলছেন, ‘মানসিক ভাবে প্লেয়াররা কী পরিস্থিতিতে রয়েছে, তা নিয়মিত ভাবে খোঁজ রাখা প্রয়োজন। ওদের মানসিক শান্তি কী ভাবে বজায় রাখা যায়, সেই লক্ষ্যই থাকবে। ভারতীয় ফুটবলের এই পরিকল্পনার অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’