Indian Football Team: পেনাল্টি হতাশা কাটছে না, রেফারির সিদ্ধান্তে প্রশ্ন গুরপ্রীতের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 08, 2023 | 11:00 PM

Kings Cup, INDIA vs IRAQ: কিংস কাপে রবিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে নামছে ভারত। ২০১৯ সালে ব্রোঞ্জ জিতেছিল ভারত। সে বার হারিয়েছিল আয়োজক থাইল্যান্ডকে। ভারত এ বার ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবে লেবাননের বিরুদ্ধে। ফিফা ক্রমতালিকায় লেবাননও এগিয়ে। এ বছর তাদের হারিয়েই ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিংস কাপে তারই পুনরাবৃত্তিতে নজর। পিতৃত্বকালীন ছুটিতে এই টুর্নামেন্টে নেই সুনীল ছেত্রী।

Indian Football Team: পেনাল্টি হতাশা কাটছে না, রেফারির সিদ্ধান্তে প্রশ্ন গুরপ্রীতের
Image Credit source: twitter

Follow Us

চিয়াং মাই, থাইল্যান্ড: কিংস কাপের সেমিফাইনালে অল্পের জন্য হার ভারতের। ইরাকের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে ভেঙে পড়েনি ভারতীয় দল। সমানে সমানে লড়াই দিয়েছে। বরং বলা ভালো, অনেক ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে ইরাককে। ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু পেনাল্টি গোলে সমতা ফেরায় ইরাক। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের লিড নেয় ভারত। কিন্তু আবারও পেনাল্টি। ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে ২৯ ধাপ এগিয়ে ইরাক। শক্তির বিচারে এতটা এগিয়ে থাকা দল দু-বার পেনাল্টি গোলে মানরক্ষা করছে! দ্বিতীয় পেনাল্টির ক্ষেত্রে বিতর্ক হতেই পারে। প্রশ্ন তুললেন ভারতীয় দলের গোলরক্ষক গুরপ্রীতও। সেই পেনাল্টি না হলে স্কোরলাইন ২-২ হত না। ম্যাচ টাইব্রেকারেও গড়াত না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টাইব্রেকার মানে অনেকটা লটারির মতো। ভারত ৪-৫ ব্যবধানে হারে ইরাকের কাছে। হতাশা থাকল দ্বিতীয় পেনাল্টি ঘিরেই। একটি উঁচু ক্রস ফলো করে ভারতীয় বক্সে ডিফেন্সে ধাক্কা খেয়ে পড়েন ইরাক স্ট্রাইকার গাদবন। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। গুরপ্রীত সিং সান্ধু বলেন, ‘রেজাল্টটা মেনে নেওয়া কঠিন। আমরা এই ম্যাচ জিততেই পারতাম। দুর্ভাগ্যবশত, দ্বিতীয় পেনাল্টিটা নিয়ে প্রশ্ন রয়েছে।’

জয়ের এত কাছ থেকে ফেরায় হতাশ হওয়াই স্বাভাবিক। পারফরম্যান্সে সন্তুষ্ট গুরপ্রীত। পরবর্তী ম্যাচের জন্য এই আত্মবিশ্বাস কাজে লাগবে। গুরপ্রীত আরও বলেন, ‘আমি মনে করি, সকলের প্রত্যাশার চেয়ে আমরা ভালো খেলেছি। নিজেদের ওপর এই বিশ্বাসটা ধরে রাখতে হবে। আরও একটু ধৈর্যশীল হতে হবে এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখতে হবে। একটা ম্যাচে ভালো পারফর্ম করে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। প্রতিপক্ষকে এত সুযোগ তৈরি করতে দেওয়া যাবে না। যে ভুলটা ইরাকের বিরুদ্ধে হয়েছিল। ইরাক ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, সেটা কাজেও লাগিয়েছে।’

কিংস কাপে রবিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে নামছে ভারত। ২০১৯ সালে ব্রোঞ্জ জিতেছিল ভারত। সে বার হারিয়েছিল আয়োজক থাইল্যান্ডকে। ভারত এ বার ব্রোঞ্জ পদকের ম্যাচে খেলবে লেবাননের বিরুদ্ধে। ফিফা ক্রমতালিকায় লেবাননও এগিয়ে। এ বছর তাদের হারিয়েই ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিংস কাপে তারই পুনরাবৃত্তিতে নজর।