Asian Games 2023: শর্ত মিলছে না, এ বারও এশিয়ান গেমসে নেই ভারতীয় ফুটবল দল!

Indian Football: গত এশিয়ান গেমস অর্থাৎ ২০১৮ সালে একই কারণে এশিয়ান গেমসে খেলার সুযোগ পায়নি ভারতীয় ফুটবল দল।

Asian Games 2023: শর্ত মিলছে না, এ বারও এশিয়ান গেমসে নেই ভারতীয় ফুটবল দল!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 10:13 PM

টানা দ্বিতীয় বার। হয়তো এ বারও এশিয়ান গেমসে খেলা হচ্ছে না ভারতীয় ফুটবল দলের। ক্রীড়ামন্ত্রকের তরফে যে শর্ত দেওয়া হয়েছে, তাতে পিছিয়ে ফুটবল দল। এশিয়ান গেমসে অংশ গ্রহণের জন্য টিম ইভেন্টের ক্ষেত্রে ক্রীড়ামন্ত্রক পরিষ্কার করে দিয়েছে, ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে থাকতে হবে। এশিয়াতে প্রথম আটেও নেই ভারতীয় ফুটবল দল। তারা রয়েছে ১৮ নম্বরে। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

ভারতীয় ফুটবল সংস্থা পরিকল্পনা করেছিল, এশিয়ান গেমসে এ বার টিম পাঠানো হবে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এশিয়ান গেমস। তার আগে থাইল্যান্ডে কিংস কাপে খেলবে ভারতীয় দল (৭-১০ সেপ্টেম্বর)। ২০০২ সাল থেকে এশিয়ান গেমসে নিয়ম হয়েছে, অনূর্ধ্ব ২৩ ফুটবল দল খেলানো হবে। যদিও ২৩ উর্ধ্ব ৩ জন প্লেয়ার রাখা যাবে। ভারতীয় ফুটবল দল তারুণ্যে ভরা। অনবদ্য পারফর্মও করছে তারা। টানা তিনটি ট্রফিও জিতেছে। তারপরও তাদের এশিয়ান গেমসে পাঠানোর সম্ভাবনা ক্ষীণ।

ক্রীড়ামন্ত্রকের তরফে ইন্ডিয়ান অলিম্পিক সংস্থাকে এবং জাতীয় ক্রীড়া সংস্থাকে যে নির্দেশিকা পাঠানো হয়েছে, তাতে পরিষ্কার বলা রয়েছে, টিম ইভেন্টের ক্ষেত্রে এশিয়ায় শীর্ষ আটে থাকতে হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ক্রীড়ামন্ত্রকে অনুরোধ জানাবে সর্বভারতীয় ফুটবল সংস্থা। সচিব শাজী প্রভাকরণ সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘এটি সরকারের সিদ্ধান্ত। নিয়ম মেনেই চলতে হবে। আমরা অনুরোধ করব যাতে এই সিদ্ধান্ত আরও একবার ভেবে দেখা হয়। এ বছর ফুটবল দলের পারফরম্যান্স খুবই ভালো। বিশেষ করে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের। এশিয়ান গেমসে অংশ নিতে পারলে ভারতীয় ফুটবলের জন্য দারুণ ব্যাপার হবে।’

গত এশিয়ান গেমস অর্থাৎ ২০১৮ সালে একই কারণে এশিয়ান গেমসে খেলার সুযোগ পায়নি ভারতীয় ফুটবল দল। তবে ভারতীয় অলিম্পিক সংস্থা এবং জাতীয় ক্রীড়া সংস্থার চাইলে সুযোগ পেতেই পারে ভারতীয় ফুটবল দল। যা সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে আশার আলো।