Indian Football Transfer News: মোহনবাগানের ডিফেন্ডারকে সই করাল বেঙ্গালুরু এফসি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 28, 2023 | 5:22 PM

ISL, Bengaluru FC: নতুন মরসুমে প্রথম বিদেশি ফুটবলার সই করাল বেঙ্গালুরু এফসি। তারা আরও দুই ফুটবলারকে সই করিয়েছে। উইংঙ্গার হোলিচরণ নার্জারি এবং গোলকিপার বিক্রম সিংকে নিয়েছে বেঙ্গালুরু এফসি।

Indian Football Transfer News: মোহনবাগানের ডিফেন্ডারকে সই করাল বেঙ্গালুরু এফসি
Image Credit source: twitter

Follow Us

মোহনবাগানে বাতিল। এ বার বেঙ্গালুরু এফসিতে খেলতে দেখা যাবে মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্লাভকো দামিয়ানোভিচকে। গত মরসুমে খেলেছেন সবুজ মেরুন জার্সিতে। মরসুমের কার্যত শেষ দিকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন স্লাভকো দামিয়ানোভিচ। ইন্ডিয়ান সুপার লিগে গত মরসুমে চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন। ফলে আইএসএল চ্যাম্পিয়ন তকমা নিয়েই বেঙ্গালুরু এফসিতে সই করলেন এই ডিফেন্ডার। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

স্লাভকো দামিয়ানোভিচের সঙ্গে এক বছরের চুক্তি করল বেঙ্গালুরু এফসি। ক্লাবের তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। মোহনবাগানের আগে চেন্নায়িন এফসির হয়ে খেলেছেন স্লাভকো। বেঙ্গালুরু এফসিতে সই করে বলছেন, ‘বেঙ্গালুরু এফসিতে সই করতে পেরে খুশি। দুটো মরসুম অনবদ্য খেলেছিল বেঙ্গালুরু। সমর্থকদের আইএসএল ট্রফি উপহার দিতে চাই।’

মন্টেনেগ্রোর এই ফুটবলার দক্ষিণ আফ্রিকা, হাঙ্গেরি, উজবেকিস্তানের ক্লাবে খেলেছেন। ২০২১ সালে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নায়িন এফসিতে সই করেন। ফলে ইন্ডিয়ান সুপার লিগে খেলার এবং ভারতীয় ফুটবলের বেশ অভিজ্ঞতা রয়েছে স্লাভকো দামিয়ানোভিচের।

বেঙ্গালুরু এফসির কোচ সাইমন গ্রেসন বলেন, ‘স্লাভকো আইএসএলে অভিজ্ঞ ডিফেন্ডার। মোহনবাগানে ওর খেলা দেখে ভালো লেগেছে। সন্দেশ ঝিংগানের মতো অভিজ্ঞ ডিফেন্ডার না থাকায় স্লাভকো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’

ইন্ডিয়ান সুপার লিগে এখনও অবধি ২৯ ম্যাচ খেলেছেন স্লাভকো দামিয়ানোভিচ। একটি গোলও রয়েছে। সেই মহার্ঘ গোল করেছেন কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। নতুন মরসুমে প্রথম বিদেশি ফুটবলার সই করাল বেঙ্গালুরু এফসি। তারা আরও দুই ফুটবলারকে সই করিয়েছে। উইংঙ্গার হোলিচরণ নার্জারি এবং গোলকিপার বিক্রম সিংকে নিয়েছে বেঙ্গালুরু এফসি।

Next Article