বাহরিন, বেলারুশের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলবে ব্লু টাইগার্সরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 04, 2022 | 6:36 PM

২৩ মার্চ বাহরিনের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ডলি রয়েছে সুনীল ছেত্রীদের। এবং বেলারুশের বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচ হবে ২৬ মার্চ।

Follow Us

নয়াদিল্লি: আসন্ন মার্চের শেষে বাহরিন (Bahrain) ও বেলারুশের (Belarus) বিরুদ্ধে দুটো আন্তর্জাতিক ফ্রেন্ডলি (international friendlies) খেলবে ভারত (India)। দুটি প্রীতি ম্যাচই হবে বাহারাইনের মানামায়। ২০২২ সালের জুনে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) তৃতীয় রাউন্ডের বাছাইপর্বের খেলা রয়েছে। তার আগে এই ম্যাচগুলিতে প্রস্তুতি সেরে নিতে পারবে ইগর স্টিমাচের (Igor Stimac) ভারত।

২৩ মার্চ বাহরিনের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ডলি রয়েছে সুনীল ছেত্রীদের। এবং বেলারুশের বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচ হবে ২৬ মার্চ। টিম ইন্ডিয়ার প্রধান কোচ ইগর স্টিমাচ বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা যে ধরনের প্রতিপক্ষকে খুঁজছিলাম তা খুঁজে পাওয়া খুবই কঠিন ছিল। কিন্তু আমি খুবই খুশি যে আমাদের সময়সূচিতে দুটো ম্যাচ রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা এএফসি এশিয়ান কাপ চিন ২০২৩-এর আসন্ন চূড়ান্ত বাছাইপর্বের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি, এবং এই দুটি ম্যাচ আমাদের প্রস্তুতিতে আরও সহজ করবে।”

আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের থেকে এগিয়ে থাকা বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে খেলবে স্টিমাচের দল। বর্তমানে বাহারাইন ফিফার ব়্যাঙ্কিংয়ে রয়েছে ৯১ নম্বরে এবং বেলারুশ রয়েছে ৯৪ নম্বরে। আর ভারত ফিফার ব়্যাঙ্কিংয়ে রয়েছে ১০৪ নম্বরে। এ ব্যাপারে স্টিমাচ বলেন, “বাহারাইন ও বেলারুশ দুটো দলই আমাদের থেকে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে এবং যদি হিরো আইএসএল মরসুমে সবকিছু ঠিকঠাক হয়, আমাদের ছেলেরা ভালো পারফরম্যান্স করে এবং প্রতিযোগিতামূলক গেম খেলে তবে আমাদের প্রস্তুত থাকতে হবে।”

স্টিমাচ আরও বলেন, “আমাদের নিজেদের খেলায় উন্নতি করার সব থেকে সেরা উপায় হল ভালো দলের বিরুদ্ধে খেলতে পারা। কারণ এটা ছেলেদের খেলাতে পরিপক্ক হওয়ার সুযোগ দেয় এবং আরও ভালো গতিতে তারা এগিয়ে যায়। আমাদের তরুণদের খেলা এবং অনুশীলনের জন্য আরও এক্সপোজার এবং সময় প্রয়োজন। কখনও কখনও ফলাফল আশানুরূপ নাও হতে পারে, তবে আমরা যদি সঠিক পথ অনুসরণ করি তবে শীঘ্রই আমাদের একটি ভালো ভবিষ্যত হবে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

নয়াদিল্লি: আসন্ন মার্চের শেষে বাহরিন (Bahrain) ও বেলারুশের (Belarus) বিরুদ্ধে দুটো আন্তর্জাতিক ফ্রেন্ডলি (international friendlies) খেলবে ভারত (India)। দুটি প্রীতি ম্যাচই হবে বাহারাইনের মানামায়। ২০২২ সালের জুনে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) তৃতীয় রাউন্ডের বাছাইপর্বের খেলা রয়েছে। তার আগে এই ম্যাচগুলিতে প্রস্তুতি সেরে নিতে পারবে ইগর স্টিমাচের (Igor Stimac) ভারত।

২৩ মার্চ বাহরিনের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ডলি রয়েছে সুনীল ছেত্রীদের। এবং বেলারুশের বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচ হবে ২৬ মার্চ। টিম ইন্ডিয়ার প্রধান কোচ ইগর স্টিমাচ বলেছেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা যে ধরনের প্রতিপক্ষকে খুঁজছিলাম তা খুঁজে পাওয়া খুবই কঠিন ছিল। কিন্তু আমি খুবই খুশি যে আমাদের সময়সূচিতে দুটো ম্যাচ রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা এএফসি এশিয়ান কাপ চিন ২০২৩-এর আসন্ন চূড়ান্ত বাছাইপর্বের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি, এবং এই দুটি ম্যাচ আমাদের প্রস্তুতিতে আরও সহজ করবে।”

আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের থেকে এগিয়ে থাকা বাহরিন ও বেলারুশের বিরুদ্ধে খেলবে স্টিমাচের দল। বর্তমানে বাহারাইন ফিফার ব়্যাঙ্কিংয়ে রয়েছে ৯১ নম্বরে এবং বেলারুশ রয়েছে ৯৪ নম্বরে। আর ভারত ফিফার ব়্যাঙ্কিংয়ে রয়েছে ১০৪ নম্বরে। এ ব্যাপারে স্টিমাচ বলেন, “বাহারাইন ও বেলারুশ দুটো দলই আমাদের থেকে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে এবং যদি হিরো আইএসএল মরসুমে সবকিছু ঠিকঠাক হয়, আমাদের ছেলেরা ভালো পারফরম্যান্স করে এবং প্রতিযোগিতামূলক গেম খেলে তবে আমাদের প্রস্তুত থাকতে হবে।”

স্টিমাচ আরও বলেন, “আমাদের নিজেদের খেলায় উন্নতি করার সব থেকে সেরা উপায় হল ভালো দলের বিরুদ্ধে খেলতে পারা। কারণ এটা ছেলেদের খেলাতে পরিপক্ক হওয়ার সুযোগ দেয় এবং আরও ভালো গতিতে তারা এগিয়ে যায়। আমাদের তরুণদের খেলা এবং অনুশীলনের জন্য আরও এক্সপোজার এবং সময় প্রয়োজন। কখনও কখনও ফলাফল আশানুরূপ নাও হতে পারে, তবে আমরা যদি সঠিক পথ অনুসরণ করি তবে শীঘ্রই আমাদের একটি ভালো ভবিষ্যত হবে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article
ISL 2021-22: বদলার ম্যাচে জয় অধরাই বাগানের
African Nations Cup: ফাইনালে মিশর, সালাহ-মানে দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব