ইন্ডিয়ান সুপার লিগে নতুন মরসুম শুরুর অপেক্ষা। দল বদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রতিটি দলেই নতুন প্লেয়ার সই করেছেন। তেমনই অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে ৩১ অগস্ট পর্যন্ত। ফলে বেশ কিছু ক্লাবেই হয়তো নতুন আরও ফুটবলার আসতে পারেন। এখনও পর্যন্ত যাঁদের আসা বা যাওয়া নিশ্চিত করা হয়েছে, তাদের মধ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের চিত্রটা ঠিক কী, সেটাই দেখে নেওয়া যাক। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। তাদের সাফল্যের প্রধান কারণ, কার্যত একই দল ধরে রাখা। এর মধ্যে কিছু বদল করতেও হয়। এক নজরে দেখে নেওয়া যাক মোহনবাগান এ বার নতুন কোন ফুটবলারদের নথিভূক্ত করিয়েছে। আইএসএলে দেখা যাবে এই তারকাদের।
সবুজ-মেরুনে যারা এলেন, ব্র্যাকেটে রইল কোন ক্লাবে শেষ খেলেছেন
গত কয়েক মরসুম হতাশার কেটেছে ইস্টবেঙ্গলের। এ বার কার্যত নতুন করে দল গড়েছে লাল-হলুদ শিবির। দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলে নতুন কারা সই করেছেন, যাঁদের নাম ইতিমধ্যেই আইএসএলের জন্য নথিভুক্ত করা হয়েছে। ব্র্যাকেটে শেষ খেলা ক্লাবের নাম।