AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal: নির্লিপ্ত ইস্টবেঙ্গলে বদল চাইছেন নতুন কোচ অস্কার ব্রুজো

East Bengal vs Mohun Bagan: মরসুমে টানা সাত ম্যাচে হার ক্লেটনদের। আইএসএলে টানা পাঁচ ম্যাচে হার। দলের দুঃসময়ে হাল ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। ডার্বি হেরে আরও বিপর্যস্ত লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার ওড়িশার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। নয়া কোচ অস্কার ব্রুজোর অধীনে অনুশীলন শুরু হিজাজি, দিমিত্রিয়সদের।

East Bengal: নির্লিপ্ত ইস্টবেঙ্গলে বদল চাইছেন নতুন কোচ অস্কার ব্রুজো
Image Credit: Indian Super League
| Edited By: | Updated on: Oct 20, 2024 | 8:08 PM
Share

কলকাতা: এ কোন ইস্টবেঙ্গল, যা আইএসএলের প্রথম দুই বছরের চেয়েও আরও দুর্বিসহ! মরসুমে টানা সাত ম্যাচে হার ক্লেটনদের। আইএসএলে টানা পাঁচ ম্যাচে হার। দলের দুঃসময়ে হাল ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। ডার্বি হেরে আরও বিপর্যস্ত লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার ওড়িশার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। ডার্বি হারের পরদিন সোমবার থেকেই নয়া কোচ অস্কার ব্রুজোর অধীনে অনুশীলন শুরু হিজাজি, দিমিত্রিয়সদের। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টার অনুশীলন। প্রথম দিনেই ফুটবলারদের কড়া দাওয়াই দিলেন নয়া স্প্যানিশ কোচ।

রবিবার ডার্বি হেরে ফুটবলারদের মানসিকতা আর ফিটনেস লেভেল নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ। এই দলের প্রচুর মেরামত যে প্রয়োজন তা প্রথমদিনেই বুঝে গিয়েছেন। তাই সবার আগে ফুটবলারদের ফিটনেস লেভেল বাড়াতেই বিশেষ জোর দিলেন ইস্টবেঙ্গলের নতুন কোচ। নয়া ফিটনেস কোচ জেভিয়ার স্যাঞ্চেজের অধীনে কড়া অনুশীলন করলেন দিমিত্রিয়স ডায়ামান্টাকোসরা।

অনুশীলন শেষের পরই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেন অস্কার ব্রুজো। ফুটবলারদের ফিটনেস লেভেল নিয়ে মোটেও সন্তুষ্ট নন তিনি। এমনকি মানসিক ভাবে ফুটবলারদের তাতাতেও বিশেষ ওষুধ খুঁজছেন লাল-হলুদের নতুন হেডস্যার। সূত্রের খবর, ক্লেটন সিলভা, সাউল ক্রেসপো, হেক্টর ইউস্তেদের পারফরম্যান্স দেখে মোটেই খুশি নন অস্কার। চাইছেন দলে দ্রুত কিছু বদল আনতে। সূত্রের খবর, দেশীয় ফুটবলারদের বেশ কয়েকজনকেও একেবারে না পসন্দ অস্কারের। আপাতত কিছু করার নেই। হাতে থাকা খিচুড়ির মশলা দিয়েই বিরিয়ানি রাঁধার চ্যালেঞ্জ তাঁর কাছে।

আনোয়ার ইস্যুতে ২৩ তারিখ প্লেয়ারস স্ট্যাটাস কমিটির পরবর্তী বৈঠক। ইস্টবেঙ্গলের উপর শাস্তির খাড়া নেমে আসার আশঙ্কাও আছে। ট্রান্সফার ব্যানের আওতায় পড়লে বিপদ আরও বাড়বে। সামনে কঠিন ঝড়। আর সেই ঝড় সামলেই মশালে বারুদ অক্ষত রাখার চ্যালেঞ্জ অস্কার ব্রুজোর সামনে।