Mohun Bagan: দ্বিমুকুট জয়েও নির্লিপ্ত! নতুন ভাবনা জানিয়ে দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা

Mohun Bagan, Jose Molina: টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে এই নজির। দ্বি-মুকুটেও নির্লিপ্ত মোহনবাগান কোচ হোসে মোলিনা। মরসুম এখনও বাকি। পরবর্তী মরসুম নিয়েও ভাবনার কথা জানালেন। কী বলছেন মোহনবাগান কোচ?

Mohun Bagan: দ্বিমুকুট জয়েও নির্লিপ্ত! নতুন ভাবনা জানিয়ে দিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা
Image Credit source: ISL

Apr 13, 2025 | 5:42 PM

কলকাতা: “আমাদের সূর্য মেরুন-নাড়ির যোগ সবুজ ঘাসে-আমাদের খুঁজলে পাবে -সোনায় লেখা ইতিহাসে।” মোহনবাগানকে নিয়ে তৈরি ‘এগারো’ সিনেমায় ব্যবহৃত এই গানের লাইন অতি জনপ্রিয়। মোহনবাগান সমর্থকদের বাড়তি এনার্জি দেয়। আরও একবার ইতিহাসে নাম লিখিয়েছে সবুজ-মেরুন। আইএসএল লিগ শিল্ডের পাশাপাশি নকআউট ট্রফিও জয়। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে এই নজির। দ্বি-মুকুটেও নির্লিপ্ত মোহনবাগান কোচ হোসে মোলিনা। মরসুম এখনও বাকি। পরবর্তী মরসুম নিয়েও ভাবনার কথা জানালেন। কী বলছেন মোহনবাগান কোচ?

আইএসএল নকআউট ট্রফি জয়ের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন মোলিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া, তারপর রুদ্ধশ্বাস জয়। মোলিনা বলেছেন,”বিরতিতে সাজঘরে ফুটবলারদের বোঝাই নিজেদের খেলায় ফোকাস করার জন্য। নিজেদের উপর বিশ্বাস রাখাটাই আসল। অতিরিক্ত চাপ নিতে বারণ করেছিলাম। গেম প্ল্যান অনুযায়ী খেলার যে বার্তা দিয়েছিলাম সেটা ওরা দ্বিতীয়ার্ধে করে দেখিয়েছে।”

মোলিনা নিজের সাফল্য সম্পর্কে বলেন, “এটাই আমার জীবনে কোচ হিসেবে সব থেকে বড় সাফল্য কিনা জানি না । প্রতিদিনই শেখার চেষ্টা করছি। নিজেকে আরও উন্নত করার জন্য দিনরাত পরিশ্রম করি। মোহনবাগান দলের হয়ে একই মরসুমে দুটি ট্রফি জয় আমার কাছে বড় সাফল্য। যদিও হংকংয়ে কোচিং করানোর সময় আমি এক মরসুমে তিনটে ট্রফি জিতে ছিলাম।”

মরসুম এখনও বাকি। আগামী মরসুমের ভাবনাও শুরু করে দিয়েছেন মোলিনা। আগামী মরসুমেও কি মোহনবাগানেই থাকছেন? মোলিনা বলেছেন, “পরের মরসুমে আমার ভবিষ্যৎ সর্ম্পকে এখনই কিছু বলব না। ক্লাবের সঙ্গে আমার এক বছরের চুক্তি হয়েছিল। এর পর কী হয় দেখা যাক। ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসবো। তবে আগামী মরসুম আরও কঠিন হবে, এইটুকু বলতে পারি।” এ মরসুমে এখনও সুপার কাপ বাকি।