ইন্ডিয়ান সুপার লিগে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে কেরালা ব্লাস্টার্স। মুম্বই সিটি এফসি শেষ মুহূর্তে গোল করে মোহনবাগানের বিরুদ্ধে ড্র টা না করতে পারলে! ইস্টবেঙ্গলের আশা আরও একটু বেশি থাকত। অঙ্ক থাকলেও বাস্তব বড় জটিল। আইএসএলের এ মরসুমে লিগ পর্বে ইস্টবেঙ্গলের আর দুটি ম্যাচ বাকি। তারা যদি দুটি ম্যাচই জেতে…। তাতেও অবশ্য অন্য দলের রেজাল্টে নজর রাখতে হবে। এত জটিলতায় না গিয়ে নিজেদের প্রাথমিক কাজ অর্থাৎ ম্যাচ ধরে এগনোতেই নজর ইস্টবেঙ্গলের।
আইএসএলে এর আগে কখনও হয়নি। এই প্রথম জয়ের হ্যাটট্রিক করেছে ইস্টবেঙ্গল। গত ম্যাচে শেষ দিকে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল শিবির। তাদের সামনে আজ বেঙ্গালুরু এফসি। প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা তিন পয়েন্ট কিংবা এক পয়েন্টেও কিছু যায় আসে না। কিন্তু ইস্টবেঙ্গলের পয়েন্ট নষ্ট হলে প্লে-অফের স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যাবে।
প্লে-অফ হবে কি না পরের ব্যাপার। ছন্দ ধরে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল। তার কারণ, এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে জায়গা করে নিয়েছে তারা। এখানে জয়ের ধারা বজায় রাখতে পারলে এএফসির ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নামা যাবে। ইস্টবেঙ্গল যেমন জয়ের হ্যাটট্রিক করেছে তেমনই সুনীল ছেত্রীরাও গত তিন ম্যাচই জিতে এসেছে। ফলে ছন্দে থাকা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের লড়াই একেবারেই সহজ নয়। ভরসা, গত ম্যাচে গোল করেছেন কিছুদিন আগেই টিমে যোগ দেওয়া রাফায়েল মেসি।
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি, সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮, স্টার স্পোর্টস ৩, জিওহটস্টারে