Mohun Bagan: চ্যাম্পিয়ন মোহনবাগান, ব্যক্তিগত সেরার পুরস্কার জিতলেন যাঁরা…

Mohun Bagan, ISL 2024-25 Awards: শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নেমেছিল লিগ শিল্ডজয়ী তথা প্রাক্তন চ্যাম্পিয়ন মোহনবাগান। আরও একবার ট্রফি জিতল সবুজ মেরুন। ফাইনালে বেঙ্গালুরু এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে আইএসএলে জোড়া ট্রফি মোহনবাগান সুপার জায়ান্টের।

Mohun Bagan: চ্যাম্পিয়ন মোহনবাগান, ব্যক্তিগত সেরার পুরস্কার জিতলেন যাঁরা...
Image Credit source: ISL

Apr 13, 2025 | 6:18 PM

কলকাতা: ভারতীয় ফুটবলের মরসুম এখনও বাকি। শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরসুম। শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস ফাইনাল। শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নেমেছিল লিগ শিল্ডজয়ী তথা প্রাক্তন চ্যাম্পিয়ন মোহনবাগান। আরও একবার ট্রফি জিতল সবুজ মেরুন। ফাইনালে বেঙ্গালুরু এফসিকে ২-১ ব্যবধানে হারিয়ে আইএসএলে জোড়া ট্রফি মোহনবাগান সুপার জায়ান্টের।

প্রতিটা মরসুমে যেমন তারকা ফুটবলাররা নজর কাড়েন, তেমনই উঠে আসে নতুন প্রতিভাও। এ বারও তার অন্যথা হয়নি। দীর্ঘ আইএসএল মরসুম শেষে সেরার পুরস্কারও পেলেন অনেকেই।

দেখে নেওয়া যাক আইএসএলে কারা কোন পুরস্কার জিতলেন…

  1. এই মরসুমে টুর্নামেন্টের সেরা প্লেয়ার আওয়ার্ড গোল্ডেন বল- আলাদিন আজারেই (নর্থইস্ট ইউনাইটেড, ২৩ গোল ও ৭ অ্যাসিস্ট)।
  2. লিগের সর্বাধিক গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট- আলাদিন আজারেই (নর্থইস্ট ইউনাইটেড, ২৩ গোল)।
  3. লিগের সেরা গোলকিপার গোল্ডেন গ্লাভস পুরস্কার- বিশাল কাইথ (মোহনবাগান সুপার জায়ান্ট, ১৫টি ক্লিনশিট)
  4. লিগের সেরা এমার্জিং প্লেয়ারের পুরস্কার- ব্রাইসন ফার্নান্ডেজ (এফসি গোয়া)
  5. সেরা এলিট ইউথ প্রোগ্রামের পুরস্কার- পঞ্জাব ফুটবল ক্লাব
  6. সেরা গ্রাসরুট প্রোগ্রামের পুরস্কার- জামশেদপুর ফুটবল ক্লাব