MBSG, ISL 2024-25: এগিয়ে থেকেও পয়েন্ট হাতছাড়া, মোহনবাগানের শীর্ষস্থান সঙ্কটে

Jamshedpur FC vs Mohun Bagan Report: জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্র। এগিয়ে থেকেও পয়েন্ট হাত ছাড়া। যার জেরে শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানের মুম্বই সিটি এফসির সঙ্গে গ্যাপ বাড়ানো গেল না। সমসংখ্যক ম্যাচে মাত্র ১ পয়েন্টের পার্থক্য। তেমনই তিনে থাকা এফসি গোয়ার সঙ্গে ৩ পয়েন্ট।

MBSG, ISL 2024-25: এগিয়ে থেকেও পয়েন্ট হাতছাড়া, মোহনবাগানের শীর্ষস্থান সঙ্কটে
Image Credit source: X

Jan 17, 2025 | 10:08 PM

ইন্ডিয়ান সুপার লিগে খুবই ভালো জায়গায় ছিল মোহনবাগান। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সৌজন্যে শীর্ষস্থানও দখল করেছে। ক্রমশ এক নম্বর জায়গা দখল করে। সেই জায়গা আরও মজবুত হচ্ছিল। কিন্তু সম্প্রতি একটি হারে অস্বস্তি তৈরি হয়েছিল। তার উপর এ দিন জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্র। এগিয়ে থেকেও পয়েন্ট হাত ছাড়া। যার জেরে শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানের মুম্বই সিটি এফসির সঙ্গে গ্যাপ বাড়ানো গেল না। সমসংখ্যক ম্যাচে মাত্র ১ পয়েন্টের পার্থক্য। তেমনই তিনে থাকা এফসি গোয়ার সঙ্গে ৩ পয়েন্ট।

অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্টস। ধারাবাহিক ভাবে ভালো খেলা মোহনবাগানকে নিয়ে প্রত্যাশাও বেড়েছে। ধারাবাহিকতা বজায় রেখে সেই প্রত্যাশাও পূরণ করে চলেছিল। এ দিনও লিড নেওয়ায় স্বস্তিতে ছিল মোহনবাগানই। জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল। তাঁর পরিকল্পনা বরাবরই নজর কেড়েছে। এ দিনও মোহনবাগানকে শেষ দিকে রুখে দিল।

ম্যাচের ২৫ মিনিটে সেট পিস গোলে এগিয়ে যায় মোহনবাগান। ডিফেন্ডার শুভাশিস বোস গোল করেন। এক গোলের লিড যে কখনও সুরক্ষিত নয়, এ কথা বারবার বলা হয়ে থাকে। মোহনবাগান বল দখলে রেখে দুর্দান্ত খেললেও প্রথামার্ধে প্রাপ্তি একটি মাত্র গোলই। দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে নামে জামশেদপুর এফসি। তাদের আক্রমণ ভাগকে দেখে মনে হচ্ছিল, যে কোনও সময় গোল হতে পারে। ম্যাচের ৬০ মিনিটে বল ধরে প্রতিপক্ষ বক্সে এগিয়ে যান এজে। পুরোপুরি আনমার্কড। তিন প্লেয়ারকে কাটিয়ে গোল। এগিয়ে থেকেও এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়।