ISL 2024-25: জোড়া হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান স্পোর্টিং

Oct 25, 2024 | 9:33 PM

Mohammedan Sporting Club vs Hyderabad FC: আইএসএলের শুরু থেকেই এই রোগ তাড়া করছিল। কলকাতা মিনি ডার্বিতে একপেশে হারের পর গত ম্যাচে দুর্দান্ত খেলছিল মহমেডান স্পোর্টিং। কিন্তু ফল বিপক্ষেই যায়। কাল, শনিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।

ISL 2024-25: জোড়া হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান স্পোর্টিং
Image Credit source: Mohammedan Sporting Club

Follow Us

ইন্ডিয়ান সুপার লিগে প্রথম বার খেলছে মহমেডান স্পোর্টিং। শুরুটা মন্দের ভালোই হয়েছিল। অভিষেক মরসুমের নিরিখে ভালো পারফর্ম করছিল। চেন্নায়িনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়ের পর সাদা-কালো ব্রিগেডকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সমর্থকরাও। যদিও দ্বিতীয়ার্ধে গোল খাওয়ার রোগ সারেনি মহমেডানের। যেটা আইএসএলের শুরু থেকেই এই রোগ তাড়া করছিল। কলকাতা মিনি ডার্বিতে একপেশে হারের পর গত ম্যাচে দুর্দান্ত খেলছিল মহমেডান স্পোর্টিং। কিন্তু ফল বিপক্ষেই যায়। কাল, শনিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।

গত ম্যাচে ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কাসিমোভের পেনাল্টি গোলে এগিয়ে ছিল মহমেডান স্পোর্টিং। কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ম্যাচ জিতে নেয় কেরালা ব্লাস্টার্স। রেফারিং নিয়েও অসন্তোষ তৈরি হয়েছিল। মহমেডানের পক্ষে একটি পেনাল্টিতে সাড়া দেননি রেফারি। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারির একাংশ। গ্যালারি থেকে বোতল, জুতোও ছোড়া হয়। বেশ কিছু বন্ধ থাকে ম্যাচ। মহমেডান স্পোর্টিংয়ের বাকি সমর্থক এবং প্লেয়াররা গ্যালারিকে শান্ত করার পর ফের খেলা শুরু হয়।

আইএসএলে এখনও অবধি পাঁচ ম্যাচ খেলেছে মহমেডান স্পোর্টিং। এর মধ্যে একটি করে জয় ও ড্র। বাকি সব ম্যাচেই হার। তবে গত ম্যাচে এক পয়েন্ট আসতেই পারত। স্নায়ুর চাপ থেকে বেরোতে পারলে সাদা-কালো ব্রিগেড খোলামনে আরও ভালো পারফর্ম করতে পারবে। অন্তত তাদের শুরুর দিকের পারফরম্যান্স থেকে তাই বলা যায়। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য। সাংবাদিক সম্মেলনে কোচ আন্দ্রে চের্নিশভও জানিয়েছেন, তাঁর দল প্রস্তুত। যদিও দানা ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে ম্যাচের আগের দিন অনুশীলন সারতে পারেনি মহমেডান।

মহমেডান স্পোর্টিং বনাম হায়দরাবাদ এফসি, সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার

Next Article