ইন্ডিয়ান সুপার লিগে আরও একটি ম্যাচ, ফের হতাশা। মহমেডান স্পোর্টিং ক্লাব প্রথম বার আইএসএল খেলছে। টুর্নামেন্টের শুরুর দিকে দুর্দান্ত পারফর্ম করেছে। একটাই সমস্যা ছিল, দ্বিতীয়ার্ধে টিমের ডিফেন্স। বেশ কিছু ম্যাচ এগিয়ে থেকেও শেষ দিকে গোল খেয়ে হেরেছে। গত ম্যাচেই যেমন হয়েছে। ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এগিয়ে ছিল মহমেডান স্পোর্টিং। পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করেছিলেন সুনীল ছেত্রী। শূন্য হাতেই মাঠ ছাড়তে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। এ বার জামশেদপুর এফসির কাছেও হার। খালিদ জামিলের টিমের পক্ষে ফল ৩-১।
মহমেডান ও জামশেদপুর, দুই দলের পরিস্থিতিই কার্যত এক ছিল। এর আগে তিন ম্যাচে ১৩ গোল হজম করেছে জামশেদপুর এফসি। টানা হার। একই পরিস্থিতি মহমেডান স্পোর্টিংয়ের। এই ম্যাচে অনবদ্য একটা লড়াইয়ের প্রত্যাশা ছিল। লড়াই হল, কিন্তু একপেশে রেজাল্ট বলা যায়। গত কয়েক ম্যাচে যতই হতাশা থাক, ঘরের মাঠে জামশেদপুর সর্বস্ব দিয়ে ঝাঁপাবে, এটাই নিশ্চিত। হলও তাই। প্রথমার্ধে অবশ্য কোনও সুবিধা করে উঠতে পারেনি।
প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই মহম্মদ সাননের গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি। ৫৩ মিনিটে প্রথম গোলের পর ৬১ মিনিটে লিড বাড়ান হাভিয়ের সিভেরিও। ৭৯ মিনিটে আরও একটি গোল স্টিফেন এজের। ৮৮ মিনিটে মহমেডানের হয়ে এক গোল শোধ করেন মহম্মদ ইরসাদ। অ্যাডেড টাইমে পেনাল্টি পেয়েছিল মহমেডান। যদিও জামশেদপুর এফসি গোলরক্ষক অ্যালবিনো গোমেজ তা বাঁচিয়ে দেন। নয়তো স্কোরলাইন আরও একটু ভালো হতে পারত মহমেডানের জন্য।