টানা দু-বার। ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। আজই সেই শিল্ড তুলে দেওয়া হবে মোহনবাগানকে। লিগ পর্বে আজ শেষ ম্যাচ। এরপর সেমিফাইনালে খেলবে মোহনবাগান। লক্ষ্য শিল্ডের পাশাপাশি আইএসএল নকআউট ট্রফিও। তার আগে আরও একটা লক্ষ্য। ঘরের মাঠে লিগের শেষ ম্যাচে সমর্থকদের সামনে ট্রফির উৎসব। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ম্যাচ ড্র হলে কিংবা মোহনবাগান হারলেও অঙ্কের নিরিখে কিছু যায় আসে না। তবে শিল্ডের উৎসব কিছুটা হলেও যেন অপূর্ণ থাকবে। ঘরের মাঠে এফসি গোয়াকে হারিয়েই উৎসবে মাততে মরিয়া সবুজ মেরুন শিবির।
আইএসএলের এ মরসুমে অ্যাওয়ে ম্যাচে গোয়ায় হেরেছিল মোহনবাগান। লিগ টেবলের শীর্ষ স্থানে মোহনবাগান এবং দুইয়ে এফসি গোয়া। শীর্ষ দুই টিমের লড়াই। তেমনই ঘরের মাঠে মোহনবাগানের কাছে এটি বদলার ম্যাচও। টানা জিতে আসছিল সবুজ মেরুন। গত ম্যাচে জোড়া লক্ষ্য ছিল। মুম্বইয়ের মাঠে কখনও মুম্বই সিটি এফসিকে হারাতে পারেনি মোহনবাগান। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দু-গোলে এগিয়ে ছিল সবুজ মেরুন। যদিও ড্র হয়েছিল ম্যাচটি। আপাতত যুবভারতীতে গোয়া ম্যাচেই নজর।
এ মরসুমে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে এমনিতেই রেকর্ড গড়েছে মোহনবাগান। কোচ হোসে মোলিনার দিল মাঙ্গে মোর। এফসি গোয়া ম্যাচের আগে বলেন, ‘আমরা যদি ৫৬ পয়েন্টে শেষ করতে পারি, সেটা দুর্দান্ত হবে। মাঠে নেমে সকলেই সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এটাও প্রমাণের চেষ্টা করবে, যোগ্য দল হিসেবেই এই জায়গায় পৌঁছেছি। চ্যাম্পিয়ন হিসেবে ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলব। সর্বস্ব দেওয়ার তাগিদের জন্য আর কী প্রয়োজন।’
মোহনবাগানের রক্ষণ ভাগ নিয়ে মুগ্ধ এফসি গোয়ার কোচ মানোলো মার্কোয়েজ। তবে প্রথম লেগের ম্যাচে জেতায় আত্মবিশ্বাসী এফসি গোয়া কোচ। মানোলো বলছেন, ‘আমরা এমন একটা টিমের বিরুদ্ধে খেলছি যারা সুযোগ তৈরির সম্ভাবনা তৈরি করতে দেয় না। গোল করার সুযোগ পাওয়া যায় না বললেই চলে। রক্ষণ জমাট থাকার কারণেই এমনটা হয়। দুর্দান্ত বোঝাপড়া।’
মোহনবাগান বনাম এফসি গোয়া, সন্ধে ৭.৩০, স্পোর্টস ১৮, স্টার স্পোর্টস ৩, জিওহটস্টারে সম্প্রচার