MBSG, ISL 2024-25: টানা দু-বার, শিল্ড জয়ের ইতিহাস মোহনবাগানের

Mohun Bagan vs Odisha FC: কতক্ষণে আসবে সেই মাহেন্দ্রক্ষণ। অবশেষে ইনজুরি টাইমে দিমিত্রি পেত্রাতোসের গোল। আর কোনও অঙ্ক নয়। মোহনবাগান লিগ শিল্ড ধরে রাখল। আইসএলে টানা দু-বার লিগ শিল্ড জয়ের ইতিহাস মোহনবাগানের।

MBSG, ISL 2024-25: টানা দু-বার, শিল্ড জয়ের ইতিহাস মোহনবাগানের
Image Credit source: X

Feb 23, 2025 | 11:12 PM

অপেক্ষা ছিল একটা জয়ের। বাকি তিন ম্যাচের মধ্যে একটি নয়, ঘরের মাঠে আজই সেই টার্গেট পূরণ করতে চেয়েছিল মোহনবাগান। কোচ হোসে মোলিনা পরিষ্কার বার্তা দিয়েছিলেন, লিগ শিল্ড জয়ের আগে কোনও ভাবেই রিল্যাক্স মোড নয়। ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের সময় গড়াচ্ছিল, তেমনই অপেক্ষাও। কতক্ষণে আসবে সেই মাহেন্দ্রক্ষণ। অবশেষে ইনজুরি টাইমে দিমিত্রি পেত্রাতোসের গোল। আর কোনও অঙ্ক নয়। মোহনবাগান লিগ শিল্ড ধরে রাখল। আইএসএলে টানা দু-বার লিগ শিল্ড জয়ের ইতিহাস মোহনবাগানের। এর আগে কোনও টিমের এই কৃতিত্ব ছিল না।

এ মরসুমে শুরুর দিকে অস্বস্তিতে ছিল মোহনবাগান। কোচ বদল হয়। হোসে মোলিনা দায়িত্ব নিয়ে আগে রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করার দিকে নজর দেন। তাঁর লক্ষ্য সফল হয়েছিল। টানা জয়ের মাঝেও বেশ কিছু ড্রয়ে অস্বস্তি বেড়েছিল। আবারও ঘুরে দাঁড়ায় মোহনবাগান। অবশেষে একটা লক্ষ্য পূরণ। টানা দ্বিতীয় বার আইএসএলে লিগ শিল্ড জয়। একমাত্র গোলের জন্য অপেক্ষা করতে হয় ইনজুরি টাইমের।

গত সংস্করণে আইএসএল লিগ শিল্ড জিতলেও নকআউট ট্রফি আসেনি। একসঙ্গে দুটো ট্রফি জেতাতেই নজর। এ বার একটা লক্ষ্য পূরণের পর নকআউট ট্রফির দিকে নজর। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শেষে মোহনবাগান ফুটবলারদের উচ্ছ্বাসের পাশাপাশি সেই তাগিদটাই যেন ধরা দিল। এখন অপেক্ষা নকআউট ট্রফি।