
কলকাতা: ক্লাব বিশ্বকাপে ইতিহাস তৈরি করে ফেলল ইন্টার মায়ামি। এই প্রথম কোনও ইউরোপিয়ান ক্লাবকে হারাল মেজর লিগ সকারের কোনও টিম। আর সেই ইতিহাসের শরিক হয়ে থাকলেন লিওনেল মেসি। বলা উচিত, মেসি ম্যাজিকের জন্যই ইতিহাস তৈরি করতে পারল মায়ামি। পোর্তোর বিরুদ্ধে দুরন্ত জয় পেল সুয়ারেজ, ফাফারা। গ্রুপ এ-র টেবলে এই মুহূর্তে দুইয়ে রয়েছে মায়ামি। একে ব্রাজিলের পালমেইরাস। মেসিদের গ্রুপের শেষ ম্যাচ ব্রাজিলের টিমের সঙ্গেই। যা জেতার জন্য মানসিক ভাবে তৈরি মেসিরা।
ম্যাচের শুরুটা করেছিল পোর্তোই। ৮ মিনিটের মাথায় সামু আঘেহোওয়ার গোলে এগিয়ে যায় পোর্তো। এই ধাক্কায় খেলায় ফেরায় মেসিদের। বিরতির ঠিক পরেই টেলাস্কো সেগোভিয়ার গোলে ১-১ করে মায়ামি। ৫৪ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে দুরন্ত গোল মেসির। বক্সের ডান দিকে ফাউল করা হয়েছিল মেসিকে। সেখান থেকেই অবিশ্বাস্য গোলে ২-১ করেন আর্জেন্টাইন সুপারস্টার। অবশ্য গোলের ব্যবধান আরও বাড়াতে পারত ইন্টার মায়ামি। মেসির থ্রু থেকে গোল করতে পারতেন সুয়ারেজ। অল্পের জন্য মিস করেন উরুগুয়ের ফুটবলার।
দুপুর তিনটেয় ছিল ম্যাচ। মেসিকে দেখার জন্য উপচে পড়া ভিড় ছিল স্টেডিয়ামে। ম্যাচের পর উচ্ছ্বসিত মেসি বলেছেন, ‘এটা একটা বিরাট জয় আমাদের। পুরো টিম এই জয়টা পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছিল। আমরা সত্যিই ভালো খেলেছি। আমাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ জয়। ম্যাচটা সবাই মিলে উপভোগ করেছি। সবাই দেখেছে, আমরা লড়াই করার জন্যই মাঠে নেমেছিলাম। আমরা ইউরোপিয়ান টিমের বিরুদ্ধে একটু দুর্বল ছিলাম। কিন্তু কোনও ভাবেই ম্যাচটা ছাড়তে চাইনি।’