
কলকাতা: ঘুরল না চাকা। কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনে ভরসার দাম দিতে পারল না ইস্টবেঙ্গল। শনিবার যুবভারতীতে আইএসএল ডার্বিতে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলায় আশা আলো জেগে উঠেছিল লাল হলুদ সমর্থকদের। কিন্তু শেষটা হল বাকি ছয়বারের মতোই। হুগো বোমাস, মনবীরের গোলে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান। আইএসএলে এখনও পর্যন্ত সবকটি সাক্ষাতে জয়ের ধারা বজায় রইল সবুজ মেরুনের। এই নিয়ে টানা সাতটি ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে জয়রথ এগিয়ে চলেছে এটিকে মোহনবাগানের।
এর আগে ছ’টা ডার্বি ম্যাচ টানা জিতেছে মোহনবাগান। সেই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ৭। আর আইএসএলে ধরলে, এখনও পর্যন্ত দেশের সেরা টুর্নামেন্টে মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। শনিবার সন্ধেয় যুবভারতীতে অবশ্য অন্য রকম ভাবে শুরু করেছিল স্টিফেনের টিম। ডিফেন্স জমাট রেখে, মাঝমাঠকে সচল রেখে। কিন্তু কাজে লাগল না কোনও চেষ্টাই। মূলত দুটো কারণ বলা যেতে পারে। এক, হুগো বোমাসের দুরন্ত পারফরম্যান্স। তাঁর গোলটার পরই ভেঙে পড়ে ইস্টবেঙ্গল। আর দুই, কিপার কমলজিতের ভুল। বোমাসের শটটা সহজেই সেভ করে দিতে পারতেন। কিন্তু তা করতে পারেননি। ওই গোলটাকেই টার্নিং পয়েন্ট বলা যেতে পারে।
এটিকে মোহনবাগান-২ : ইস্টবেঙ্গল-০
(বোমাস ৫৬, মনবীর ৬৬)
৮১ মিনিট: ম্যাচের নায়ক হুগো বোমাসকে তুলে নামানো হল কার্ল ম্যাকহিউকে। নওরেমের বদলি হিসেবে নামলেন তুহিন দাস। জনি কাওকোর পরিবর্তে নামলেন ফ্লোরেন্তিন পোগবা।
এটিকে মোহনবাগান-২ : ইস্টবেঙ্গল-০
ছবি: রাহুল সাধুখাঁ
ছবি: রাহুল সাধুখাঁ
৭০ মিনিট: সৌভিক, অনিকেত ও অ্যালেক্স লিমাকে নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা ইস্টবেঙ্গল কোচ স্টিফেনের।
এটিকে মোহনবাগান-২ : ইস্টবেঙ্গল-০
৬৭ মিনিট: দুটো বদল নিল এটিকে মোহনবাগান। লেনি আর আশিক নামলেন মাঠে।
এটিকে মোহনবাগান-২ : ইস্টবেঙ্গল-০
৬৫ মিনিট: লিস্টন থেকে বোমাস, পেত্রাতস ঘুরে মনবীরের কাছে চলে যায় বল। প্রথমার্ধে সে ভাবে ছাপ রাখতে পারেননি। কিন্তু এ বার আর কোনও ভুল করেননি মনবীর। ২-০ করে ফেলেন তিনি। কলকাতা ডার্বিতে এই নিয়ে তৃতীয় গোল করে ফেললেন মনবীর।
এটিকে মোহনবাগান-২ : ইস্টবেঙ্গল-০
ছবি: এটিকে মোহনবাগান
৫৬ মিনিট: গোল….হুগো বোমাসের দুরন্ত গোলে ১-০ এগিয়ে গেল। ইস্টবেঙ্গলের ডিফেন্সের ফাঁক বের করার চেষ্টা করছিলেন অনেকক্ষণ ধরে। তবে লাল-হলুদ কিপার কমলজিৎ বোমাসের শটটা সহজেই ক্লিয়ার করতে পারতেন। উল্টে গোল খেয়ে বসলেন।
এটিকে মোহনবাগান-১ : ইস্টবেঙ্গল-০
.@atkmohunbaganfc draw first blood in the #KolkataDerby thanks to @adnan_hugo‘s goal ⚽?#ATKMBEBFC #HeroISL #LetsFootball #ATKMohunBagan #EastBengalFC pic.twitter.com/rWYQm7ljr1
— Indian Super League (@IndSuperLeague) October 29, 2022
এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা উৎসব পারেখের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। যুবভারতী থেকে ছবি পাঠালেন আমাদের প্রতিনিধি কৌস্তভ গঙ্গোপাধ্যায়।
ছবি: কৌস্তভ গঙ্গোপাধ্যায়
প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুটি দলই। যুবভারতীতে শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
দুটো টিমই ওপেন ফুটবল খেলার চেষ্টা করেছে। তবে বিপক্ষের রক্ষণে শুরু থেকেই বারবার হামলে পড়ার চেষ্টা করেছেন বোমাস, লিস্টন, মনবীররা। কিন্তু স্টিফেনের টিম সে সব চেষ্টা থামিয়ে দিয়েছিলেন। খেলার বয়স যত বেড়েছে, ততই নিজেদের মেলে ধরেছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ ফুটবলাররা গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।
এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০
ছবি: রাহুল সাধুখাঁ
৪৫ মিনিট: ২ মিনিট অ্যাডেড টাইম! এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০।
৩৫ মিনিট: ইস্টবেঙ্গল ডিফেন্সে চমৎকার পারফর্ম করছেন সার্থক গোলুই। বলা যেতে পারে, মোহনবাগান বারবার থমকে যাচ্ছে লাল-হলুদ লেফটব্যাকের কাছে। এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০
৩২ মিনিট: তিনজনকে কাটিয়ে লাল-হলুদ বক্সে বল বাড়ান বোমাস। শুভাশিস বল পেয়ে গিয়েছিলেন। কিন্তু গোল করতে পারেননি। এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০।
২৮ মিনিট: জনি কাউকোকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখলেন ক্রিস কিরিয়াকু। এটিকে মোহনবাগান-০ : ইস্টবেঙ্গল-০।
২২ মিনিট: আইএসএলে গত কয়েকটি ডার্বিতে ইস্টবেঙ্গল সে ভাবে খেলতেই পারেনি। প্রাধান্য ছিল মোহনবাগানের। ফলাফলও যে কারণে সবুজ-মেরুনের পক্ষেই ছিল। কিন্তু এই ডার্বিতে যেন ইস্টবেঙ্গল অনেক গোছানো। বোঝাই যাচ্ছে, স্টিফেনের হাতে পড়ে লাল-হলুদ আবার ফিরে পাচ্ছে নিজেদের। স্টিফেন বরাবরই ঘর সামলে গোল তোলার স্ট্র্যাটেজি সাজান। এই ডার্বিতেও তেমনই খেলতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলকে।
ছবি: রাহুল সাধুখাঁ
১৮ মিনিট: কিপার বিশাল কেইথ যেন একাই রক্ষা করছেন কুম্ভ। স্টিফেনের টিম ধীরে ধীরে নিজেদের মেলে ধরার চেষ্টা করছে। দুটো উইং বিশেষ করে বাঁ প্রান্ত সচল মোহনবাগান কিছুটা ঝামেলায় পড়েছে। এক মিনিট আগেই কোনওরকমে গোল সেভ করেছেন বিশাল। পরের মিনিটেই আবার নিশ্চিত গোল বাঁচালেন বাগান কিপার।
ম্যাচের ১৬ মিনিট: মহেশের দুরন্ত সেন্টার থেকে হাওকিপের চকিত হেড। গোল প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু বাগান কিপার বিশাল নিজের জায়গাতেই ছিলেন। ফলে দুরন্ত মুভ সত্ত্বেও গোল তুলতে পারল না ইস্টবেঙ্গল।
সার্থকের থ্রো-ইন থেকে গোলের চেষ্টায় ছিল ইস্টবেঙ্গল। কিন্তু মোহনবাগান রক্ষণে প্রীতম-দীপকরা সতর্ক থাকায় গোল করার সুযোগ পেল না লাল-হলুদ।
পেত্রাতসের মাইনাস থেকে গোল করে দিতে পারতেন লেফটব্যাক শুভাশিস। অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। বাগানের আক্রমণের ঝাঁঝ অনেকটাই বেশি। গোল তুলে ইস্টবেঙ্গলকে চাপে ফেলে দিতে চাইছে ফেরান্দোর টিম।
আগের ৬টা ম্যাচ টানা জিতে ডার্বিতে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ফেরান্দোর মোহনবাগান। যুবভারতীতে এ বার অতীত ভুলিয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে স্টিফেন কনস্ট্যান্টাইনের কাছেও এই ডার্বি পরীক্ষার। শুরুতেই গোলের জন্য মরিয়া হয়ে নেমেছে সবুজ-মেরুন। লাল-হলুদ আটকে নিজেদের রক্ষণে। অনেক দিন পর কলকাতা ডার্বি দেখতে যুবভারতীতে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
৪-৩-৩ ছকে দল নামিয়েছেন এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো। অন্য় দিকে ইস্টবেঙ্গল কোচ ৪-৪-২ স্ট্র্যাটেজিতেই বাজিমাত করার পরিকল্পনা সাজিয়েছেন।
ছবি নিজস্ব
নির্ধারিত সময়ের ২০ মিনিট পর মাঠে নামলেন দুই দলের ফুটবলাররা। কয়েক মিনিটের মধ্যে শুরু হবে আইএসএল ডার্বি।
সল্টলেক স্টেডিয়ামে দুই দলের ফুটবলারদের গ্র্যান্ড ওয়েলকাম।
Now that’s a welcome fitting of Asia’s Biggest Derby ??#ATKMBEBFC #HeroISL #KolkataDerby #LetsFootball #ATKMohunBagan #EastBengalFC | @atkmohunbaganfc @eastbengal_fc pic.twitter.com/17bK1bPBUf
— Indian Super League (@IndSuperLeague) October 29, 2022
ছবি: আইএসএল
ছবি: রাহুল সাধুখাঁ
ছবি:রাহুল সাধুখাঁ
ছবি: রাহুল সাধুখাঁ
আইএসএলের ডার্বি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর। সাড়ে সাতটার পরিবর্তে ম্যাচ শুরু হবে ৭:৫০ থেকে। হায়দরাবাদে এফসি গোয়া-হায়দরাবাদ এফসি ম্যাচে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। টেলিকাস্ট সমস্যার জন্য ২০ মিনিট পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি।
বিশাল, প্রীতম, দীপক, শুভাশিস, আশিস, হামিল, কাউকো, দিমিত্রি, বোমাস, লিস্টন, মনবীর
কমলজিৎ, সার্থক, লালচুংনুনগা, ইভান, জেরি, কিরিয়াকু, জর্ডান, মহেশ, হাওকিপ, ক্লেটন, ভিপি সুহের।