EB vs ATKMB: আটে ৮! যুবভারতী সেই মোহনবাগানেরই দখলে

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 26, 2023 | 12:56 AM

East Bengal vs ATK Mohun Bagan, Kolkata Derby: বক্সের মধ্যে আশিক কুরুনিয়ানের থ্রু বল, পেত্রাতোসের জমি ঘেসা শট, পোস্টের তলায় লেগে বাইরে বেরিয়ে যায়। ম্যাচের সেরা সুযোগও বলা যায়। ক্রমশ ইস্টবেঙ্গল ডিফেন্সে চাপ তৈরি করে এটিকে মোহনবাগান। অবশেষে গোল এল ম্যাচের ৬৮ মিনিটে।

EB vs ATKMB: আটে ৮! যুবভারতী সেই মোহনবাগানেরই দখলে
এটিকে মোহনবাগানের দুই গোলদাতা স্লাভকো ও পেত্রাতোস।
Image Credit source: twitter

Follow Us

দীপঙ্কর ঘোষাল 

এমন দিনে ঘরে থাকা যায়! কর্তাদের উপর যতই অসন্তোষ থাক, সমর্থকরা প্রিয় দলের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে রাখতে পারলেন না। দু-দলের সমর্থকই হাজির ছিলেন। সংখ্যাটা ক্রমশ বাড়ল। চিরাচরিত রূপেই। প্রিয় দলের জার্সি, ফ্ল্যাগ, ফেস্টুন, ব্য়ানার। গালে পতাকা। গ্য়ালারি থেকে প্রিয় দলের জন্য় গলা ফাটালেন। মুম্বই সিটি এফসির মতো শক্তিশালী দলকে তাদের ডেরায় হারিয়ে এসেছে ইস্টবেঙ্গল। অন্য় দিকে, ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে রেখেছে এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গলের প্লে-অফ সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। ফলে এই ম্যাচ জিতে সমর্থকদের কাছে টানাই মূল লক্ষ্য ছিল লাল-হলুদ শিবিরের। তবে পয়েন্ট টেবলে বিশেষ পার্থক্য় হবে না জেনে কিছুটা হলেও খোলা মনে খেলার সুযোগ ছিল দু-দলের কাছেই। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যেই তিনটি ফ্রি-কিক। এর মধ্য়ে দুটি এটিকে মোহনবাগানের পক্ষে। যদিও স্কোর লাইনে কোনও প্রভাব পড়েনি। তুলনামূলক ভাবে বেশি সুযোগ তৈরি করেছিল এটিকে মোহনবাগান। যদিও প্রথমার্ধ গোলশূন্যই। ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।

গত ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ক্লিনশিট রেখেছিল ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও প্রথমার্ধে তাদের ডিফেন্স দারুণ প্রতিরোধ গড়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য় দারুণ একটি সুযোগ তৈরি করেছিল এটিকে মোহনবাগান। বক্সের মধ্য়ে আশিক কুরুনিয়ানের থ্রু বল, পেত্রাতোসের জমি ঘেসা শট, পোস্টের তলায় লেগে বাইরে বেরিয়ে যায়। ম্য়াচের সেরা সুযোগও বলা যায়। ক্রমশ ইস্টবেঙ্গল ডিফেন্সে চাপ তৈরি করে এটিকে মোহনবাগান। অবশেষে গোল এল ম্যাচের ৬৮ মিনিটে। গ্য়ালারিতে শব্দব্রহ্ম। গোলের মুভ তৈরি হয় কর্নার থেকে। দিমিত্রি পেত্রাতোস কর্নার নেন। মনবীরের বুদ্ধিদীপ্ত ব্য়াকহিল। স্লাভকো দামিয়ানোভিচ হেডে গোল করার করার চেষ্টা করেন। বল পোস্টে লাগে। ফিরতি বল তাঁর পায়েই আসে। পায়ের টোকায় এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন। সেলিব্রেশনে জার্সি খোলায় হলুদ কার্ড দেখেন স্লাভকো।

একটি গোল পেতেই আরও মরিয়া হয়ে ওঠে এটিকে মোহনবাগান। নির্ধারিত সময়ের শেষ মহূর্তে স্কোর লাইন ২-০ করেন দিমিত্রি পেত্রাতোস। কিয়ান নাসিরির শট আটকে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ সিং। ফিরতি বলে জোরালো শট এবং গোল পেত্রাতোসের। এর পর আর স্কোর লাইনে কোনও বদল হয়নি। টানা আটটি ডার্বি জয় এটিকে মোহনবাগানের। পাশাপাশি তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে তৃতীয় স্থানও নিশ্চিত করল এটিকে মোহনবাগান। এ বার প্লে-অফের ভাবনায় ঢুকে পড়ল সবুজ মেরুন শিবির। তাদের এখনও অনেকটা পথ চলা বাকি।

Next Article