ISL 2022-23: চেন্নাই চ্যালেঞ্জ জিতে দলের মনোবল বাড়াতে চান কনস্ট্যান্টাইন
East Bengal vs Chennaiyin FC:ইস্টবেঙ্গল কোচও তাঁকে কয়েক ম্যাচ আগে না পাওয়ার হতাশা চেপে রাখতে পারেননি। অতীত ভুলে চেন্নাই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে আত্মবিশ্বাস নিয়ে শহরে ফিরতে চায় ইস্টবেঙ্গল।
চেন্নাই: কেরল ম্যাচে জয়ে ফিরলেও, নর্থ ইস্ট ম্যাচেই হোঁচট খেয়েছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ৩-৩ ড্র করে লাল-হলুদ। রবিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নায়িন এফসির সামনে ইস্টবেঙ্গল। ১৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবেলের নয় নম্বরে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে এক ধাপ উপরে চেন্নাই। শেষ ৫ ম্যাচ জেতেননি অনিরুদ্ধ থাপা, স্লিসকোভিচরা। অ্যাওয়ে ম্যাচ হলেও, তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে চাইছেন ক্লেটন সিলভারা। চেন্নাই উড়ে যাওয়ার আগে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলেছেন, সুপার কাপের আগে এই তিন ম্যাচ জিতে দলের মনোবল বাড়িয়ে রাখতে চান। একই সঙ্গে দলের কম্বিনেশনও দেখে নিতে পারবেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। শেষ তিন বছর ধরেই আইএসএলে ব্যর্থতা চলছে ইস্টবেঙ্গলে। টেবলের শেষের দিকেই থেকেছে মশাল বাহিনী। এ বারও সেই ছবি দেখা যাচ্ছে। তবে অন্যান্য ২ বছরের তুলনায় কিছুটা ভালো ফল ইস্টবেঙ্গলের। বিস্তারিত TV9Bangla-য়।
কার্ড সমস্যায় চেন্নাই ম্যাচে অ্যালেক্স লিমাকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। শুরু থেকে মাঠে নামতে পারেন জর্ডন ড’হার্তি। আবার ইভান গঞ্জালেজকে নিয়েও ভাবনা চিন্তা রয়েছে কোচের। নর্থ ইস্টের বিরুদ্ধে ৮৫ মিনিটে গোল হজম করে ইস্টবেঙ্গল। সেই ভুল থেকে শিক্ষা নিতে চান কনস্ট্যান্টাইন। চেন্নাই ম্যাচের পর মুম্বই আর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলা ইস্টবেঙ্গলের। সেই ম্যাচগুলির জন্যও আত্মবিশ্বাসও বাড়িয়ে রাখতে চান রাকিপরা।
আইএসএলের টপ স্কোরার ক্লেটন সিলভা। যেটাকে দলের প্লাস পয়েন্ট হিসাবে ধরছেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তিনটে হলুদ কার্ড দেখে ফেলেছেন ক্লেটন। ফলে তিনি নিজেও চাইবেন না মুম্বই বা মোহনবাগান ম্যাচ মিস করতে। তাই বাড়তি সতর্ক হয়েই মাঠে নামবেন। ১২ গোল করে ফেলেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বাকি তিন ম্যাচে নিজের গোলসংখ্যা বাড়াতে চান ক্লেটন।
এ দিকে নবাগত জেক জার্ভিস ক্রমশ নিজেকে মেলে ধরছেন। গত ম্যাচে একটি ভালো গোলও করেছিলেন। ইস্টবেঙ্গল কোচও তাঁকে কয়েক ম্যাচ আগে না পাওয়ার হতাশা চেপে রাখতে পারেননি। অতীত ভুলে চেন্নাই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে আত্মবিশ্বাস নিয়ে শহরে ফিরতে চায় ইস্টবেঙ্গল।