ISL 2022-23: হায়দরাবাদে ম্যাচ গোলশূন্য, স্বস্তি নিয়েই ফিরছে এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan: দ্বিতীয়ার্ধে ৫ মিনিট অ্যাডেড দেওয়া হয়। তাতেও কোনও ফল হয়নি। ফাইনালে কারা উঠবে, নির্ধারণ হবে যুবভারতীতে দ্বিতীয় লেগের ম্যাচের পরই।

ISL 2022-23: হায়দরাবাদে ম্যাচ গোলশূন্য, স্বস্তি নিয়েই ফিরছে এটিকে মোহনবাগান
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 11:55 PM

হায়দরাবাদ: গত বারও মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ এফসি ও মোহনবাগান। অ্যাওয়ে ম্য়াচে ১-৩ ব্য়বধানে হেরেছিল এটিকে মোহনবাগান। এ বার আর তার পুনরাবৃত্তি চায়নি সবুজ মেরুন। এগিয়ে থেকেই হোম ম্যাচ খেলার লক্ষ্য় নিয়ে নেমেছিল হুয়ান ফেরান্দোর দল। ম্যাচের ১০ মিনিটের মধ্যে এটিকে মোহনবাগানকে বিপদ থেকে বাঁচান বিশাল কাইথ। জোয়েল চিয়ান্সের জোরালো হেড অনবদ্য সেভ করেন এটিকে মোহনবাগান গোলরক্ষক। ম্য়াচের প্রথম আধঘণ্টায় প্রতিপক্ষ গোলে একটিও শট নিতে পারেননি এটিকে মোহনবাগান আক্রমণভাগের ফুটবলাররা। তাদের ডিফেন্স অনবদ্য পারফর্ম করেছে। প্রথম আধঘণ্টায় প্রতিপক্ষের অন্তত সাতটি চেষ্টা আটকে গিয়েছে সবুজ মেরুন রক্ষণে। এই চিত্রটা দেখা গেল আরও দীর্ঘ সময়। তবে এ বার পুনরাবৃত্তি নয়, বরং অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদ থেকে না হেরেই ফিরছে এটিকে মোহনবাগান। বিস্তারিত TV9Bangla-য়।

প্রথমার্ধের শেষ দিকে দিমিত্রি পেত্রাতোসের ফ্রি-কিকে হেড করেন মনবীর। গোলের সামনে প্রীতম কোটাল। পা ছোঁয়ালেই গোল। যদিও প্রতিপক্ষ ডিফেন্ডারের বুদ্ধির কাছে প্রীতমের চেষ্টা ব্য়র্থ। না হলে ১-০ এগিয়ে যাওয়ার সোনালি সুযোগ এসেছিল সবুজ মেরুন শিবিরে। প্রথমার্ধে সবুজ মেরুন রক্ষণকেই বেশি ব্য়স্ত থাকতে হল। ০-০ স্কোর লাইনেই বিরতিতে যায় এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অনবদ্য় একটা সুযোগ তৈরি করে এটিকে মোহনবাগান। যদিও তা বাঁচিয়ে দেন হায়দরাবাদ এফসি গোলরক্ষক গুরমীত সিং। এরপরই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে হায়দরাবাদ। এ বার অল্পের জন্য় পোস্টে লাগে। আরও এক বার রক্ষা পায় এটিকে মোহনবাগান। ম্যাচের সময় ঘণ্টাখানেক পেরোতেই এটিকে মোহনবাগানের আরও একটা সুযোগ। মনবীরের সুযোগ ছিল পেত্রাতোস কিংবা বোমাসকে পাস দেওয়ার। তিনি নিজেই শট নেন। সোজা গোলরক্ষকের হাতে। পেত্রাতোস ও বোমাস শট নেওয়ার জন্য আরও ভালো পজিশনে ছিলেন। নির্ধারিত ৯০ মিনিটে গোল শূন্যই থাকে। দ্বিতীয়ার্ধে ৫ মিনিট অ্যাডেড দেওয়া হয়। তাতেও কোনও ফল হয়নি। ফাইনালে কারা উঠবে, নির্ধারণ হবে যুবভারতীতে দ্বিতীয় লেগের ম্যাচের পরই।