কলকাতা: টুর্নামেন্টের শুরুতে একের পর এক হোঁচট। বেশ কিছু তারকা ফুটবলার সই করিয়েও ভালো ফল করতে পারছিল না বেঙ্গালুরু এফসি। টুর্নামেন্ট এগতেই ক্রমশ ছন্দে ফেরে। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে এ বারের আইসএলের প্রথম ফাইনালিস্ট হিসেবে যোগ্য়তা অর্জন করেছে বেঙ্গালুরু এফসি। ফাইনালে তারা কাদের সামনে, ঠিক হবে আজ, সোমবার রাতে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও হায়দরাবাদ এফসি। এই ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে বেঙ্গালুরু। টুর্নামেন্টের শুরু থেকে ফাইনালের সফর সহজ ছিল না। সেমিফাইনালেও লিগ শিল্ড জয়ী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কষ্টার্জিত জয়। ফাইনালে পৌঁছে উচ্ছ্বসিত বেঙ্গালুরু শিবির। বিস্তারিত TV9Bangla-য়।
প্রথম লেগে ১-০ ব্য়বধানে জিতেছিল বেঙ্গালুরু এফসি। দ্বিতীয় লেগে ব্য়পক সমস্যায় পড়ে তারা। জাভি হার্নান্ডেজের গোলে এগিয়ে থাকলেও স্কোর লাইন বেঙ্গালুরুর পক্ষে ছিল না। অতিরিক্ত সময়েও দুই লেগ মিলিয়ে এগ্রিগেট দাঁড়ায় ২-২। টাইব্রেকারেও নাটক। পেনাল্টি শুটআউটে শেষ অবধি ৯-৮ ব্য়বধানে জিতে ফাইনাল নিশ্চিত করে বেঙ্গালুরু এফসি। দলের ফুটবলারদের মানসির কাঠিন্যকে প্রশংসায় ভরিয়ে বেঙ্গালুরু এফসি কোচ সাইমন গ্রেসন বলেন, ‘ম্য়াচের শুরুটা আমরা ভালো করেছিলাম। আমাদের ভুলে প্রতিপক্ষ পেনাল্টি পায়। সেটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারত। সকলকে বুঝিয়ে ছিলাম, পরিস্থিতি যতই আমাদের বিরুদ্ধে যাক, মানসিক ভাবে শক্তিশালী থাকতে হবে। আমাদের রক্ষণ, মাঝমাঠ অনবদ্য় পারফর্ম করেছে। সব মিলিয়ে অনবদ্য একটা ম্য়াচ।’
বেঙ্গালুরু এফসি দ্বিতীয় লেগে ১-০ এগিয়ে গেলেও মুম্বই সিটি এফসি সমতা ফেরায়। ৬৬ মিনিটে মেহতাব সিংয়ের গোলে ২-১ এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। এগ্রিগেট ২-২ হওয়ায় ম্য়াচ গড়ায় অতিরিক্ত সময়ে। বেঙ্গালুরু এফসি কোচ আরও বলেন, ‘দু-দলই জেতার জন্য় মরিয়া ছিল। আমাদের গোলরক্ষক দুর্দান্ত কিছু সেভ করেছে। টাইব্রেকারে যে কেউ না নায়ক কিংবা খলনায়ক হতে পারে। সৌভাগ্য়জনক ভাবে ম্যাচ আমাদের পক্ষে যায়।’ এখন ফাইনালের প্রতিপক্ষর অপেক্ষায় বেঙ্গালুরু এফসি। হায়দরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান প্রথম লেগের ম্য়াচ গোলশূন্য় শেষ হয়। দ্বিতীয় লেগের ফলের উপরই নির্ভর করছে, কে ফাইনালে যাবে।