ISL 2023-24 fixtures: আইএসএলের এক দশক, হল সূচি প্রকাশ; জানুন কবে কলকাতা ডার্বি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 07, 2023 | 5:00 PM

Kolkata Derby: একদিকে ভারতের মাটিতে চলবে ওডিআই বিশ্বকাপ। তার মাঝেই শুরু হবে এ বারের ইন্ডিয়ান সুপার লিগ। আজ সূচি প্রকাশ হয়েছে। তারপর থেকে কলকাতা ডার্বি কবে, তা জানার জন্য কলকাতার দুই প্রধানের সমর্থকরা আগ্রহী হয়ে পড়েছে।

ISL 2023-24 fixtures: আইএসএলের এক দশক, হল সূচি প্রকাশ; জানুন কবে কলকাতা ডার্বি
আইএসএলের এক দশক, হল সূচি প্রকাশ; জানুন কবে কলকাতা ডার্বি?

Follow Us

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের এক দশক পূর্ণ হতে চলেছে। ২০১৩ সালে শুরু হয়েছিল ভারতের পেশাদারী ফুটবল টুর্নামেন্ট আইএসএল। দেখতে দেখতে দশে পা আইএসএলের। আজ, ৭ সেপ্টেম্বর প্রকাশিত হল আসন্ন আইএসএলের সূচি (ISL 2023-24 fixtures)। চলতি সেপ্টেম্বরের ২১ তারিখ আইএসএলের ঢাকে কাঠি। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসির মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের আইএসএল। চলতি বছরের ডিসেম্বর অবধি আইএসএলের সূচি প্রকাশিত হয়েছে। আইএসএলের প্রথম লেগে ডার্বি কবে? জানার জন্য আগ্রহী হয়ে পড়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থকরা। আসন্ন আইএসএলে কবে কলকাতা ডার্বি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসন্ন আইএসএলের প্রথম লেগের সূচি প্রকাশিত হয়েছে। গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান এ বার প্রথম ম্যাচ খেলবে ২৩ সেপ্টেম্বর। যুবভারতীতে পঞ্জাব এফসির বিরুদ্ধে আইএসএল যাত্রা শুরু করবে সবুজ-মেরুন শিবির। অন্যদিকে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে, ২৫ সেপ্টেম্বর। এই ম্যাচও হবে যুবভারতীতে। আর আইএসএলের প্রথম কলকাতা ডার্বি হবে ২৮ অক্টোবর। ওই দিন আবার ইডেনে রয়েছে বিশ্বকাপের ম্যাচ। তাতে মুখোমুখি নেদারল্যান্ডস ও বাংলাদেশ।

এক ঝলকে দেখে নিন আসন্ন আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচের সূচি —

১. মোহনবাগান সুপার জায়ান্টস বনাম পঞ্জাব এফসি – ২৩ সেপ্টেম্বর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

২. মোহনবাগান সুপার জায়ান্টস বনাম বেঙ্গালুরু এফসি – ২৭ সেপ্টেম্বর (বুধবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৩. মোহনবাগান সুপার জায়ান্টস বনাম চেন্নায়িন এফসি – ৭ অক্টোবর (শনিবার), জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সময় – রাত – ৮।

৪. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসি – ২৮ অক্টোবর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৫. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি – ১ নভেম্বর (বুধবার), জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, সময় – রাত – ৮।

৬. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি – ২ ডিসেম্বর (শনিবার), বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম, সময় – রাত – ৮।

৭. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি – ৬ ডিসেম্বর (বুধবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৮. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি – ১৫ ডিসেম্বর (শুক্রবার), ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, সময় – রাত – ৮।

৯. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি – ২০ ডিসেম্বর (বুধবার), মুম্বই ফুটবল এরিনা, সময় – রাত – ৮।

১০. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া – ২৩ ডিসেম্বর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

১১. মোহনবাগান সুপার জায়ান্ট বনাম কেরালা ব্লাস্টার্স এফসি – ২৭ ডিসেম্বর, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

এক ঝলকে দেখে নিন আসন্ন আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচের সূচি —

১. ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি – ২৫ সেপ্টেম্বর (সোমবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

২. ইস্টবেঙ্গল এফসি বনাম হায়দরাবাদ এফসি – ৩০ সেপ্টেম্বর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৩. ইস্টবেঙ্গল এফসি বনাম বেঙ্গালুরু এফসি – ৪ অক্টোবর (বুধবার), শ্রী কান্তারাভা স্টেডিয়াম, সময় – রাত – ৮।

৪. ইস্টবেঙ্গল এফসি বনাম এফসি গোয়া – ২১ অক্টোবর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – বিকেল ৫.৩০।

৫. ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট – ২৮ অক্টোবর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৬. ইস্টবেঙ্গল এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি – ৪ নভেম্বর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৭. ইস্টবেঙ্গল এফসি বনাম চেন্নায়িন এফসি – ২৫ নভেম্বর (শনিবার), জওহরলাল নেহেরু স্টেডিয়াম, সময় – বিকেল – ৫.৩০।

৮. ইস্টবেঙ্গল এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি – ৪ ডিসেম্বর (সোমবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

৯. ইস্টবেঙ্গল এফসি বনাম মুম্বই সিটি এফসি – ১৬ ডিসেম্বর (শনিবার), মুম্বই ফুটবল এরিনা, সময় – রাত – ৮।

১০. ইস্টবেঙ্গল এফসি বনাম পঞ্জাব এফসি – ৯ ডিসেম্বর (শনিবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।

১১. ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি – ২২ ডিসেম্বর (শুক্রবার), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সময় – রাত – ৮।