ISL, Kolkata Derby: আইএসএলে পর পর ২ মাসে দুটো ডার্বি, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 25, 2024 | 4:53 PM

East Bengal vs Mohun Bagan: কলিঙ্গ সুপার কাপে আবার মোহনবাগানকে হারিয়েছে কার্লেস কুয়াদ্রাতের টিম। বাকি ছিল আইএসএলের দুটো ডার্বি। তারও দিনক্ষণ জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী দু'মাসে দুটো ডার্বি দেখতে পাবে ভারতীয় ফুটবল। আইএসএলের প্রথম ডার্বি হওয়ার কথা ছিল গত বছর ২৮ অক্টোবর। কিন্তু রাজ্য সরকারের ছুটি থাকায় এবং পর্যাপ্ত পুলিশের অভাবে সেই ডার্বি পিছিয়ে যায়।

ISL, Kolkata Derby: আইএসএলে পর পর ২ মাসে দুটো ডার্বি, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন
আইএসএলে পর পর ২ মাসে দুটো ডার্বি, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন

Follow Us

অনেক দিন পর মরসুমে মোট পাঁচটা ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। ডুরান্ড কাপে গ্রুপ লিগ ও ফাইনালে একে অপরের বিরুদ্ধে নেমেছিল দুই প্রধানস্কোরলাইন ছিল ১-১। কলিঙ্গ সুপার কাপে আবার মোহনবাগানকে হারিয়েছে কার্লেস কুয়াদ্রাতের টিম। বাকি ছিল আইএসএলের (ISL) দুটো ডার্বি। তারও দিনক্ষণ জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী দু’মাসে দুটো ডার্বি দেখতে পাবে ভারতীয় ফুটবল। আইএসএলের প্রথম ডার্বি হওয়ার কথা ছিল গত বছর ২৮ অক্টোবর। কিন্তু রাজ্য সরকারের ছুটি থাকায় এবং পর্যাপ্ত পুলিশের অভাবে সেই ডার্বি পিছিয়ে যায়।

ফেব্রুয়ারি ও মার্চ মাসে হবে পর পর দুটো ডার্বি। ৩ ফেব্রুয়ারি আইএসএলের প্রথম ডার্বি। সে দিক থেকে দেখলে ইস্টবেঙ্গল মাত্র ৫ দিন সময় পাবে আইএসএল ডার্বির আগে। সুপার কাপের ফাইনালে উঠেছে কুয়াদ্রাতের টিম। ২৮ জানুয়ারি খেলতে হবে সেই ম্যাচ। পরদিন শহরে ফিরবে টিম। অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে ডার্বির প্রস্তুতিতে নামতে পারবেন লাল-হলুদ ফুটবলাররা। মোহনবাগানের সেই সমস্যা নেই। সুপার কাপের ডার্বি হেরে ছিটকে গিয়েছে টিম। আন্তোনিও হাবাস এখন টিম গোছানোর চেষ্টা করছেন। তিনি হাতে বেশ খানিকটা সময় যাচ্ছেন ঘুরে দাঁড়ানোর জন্য। আইএসএলের ফিরতি ডার্বি ১০ মার্চ। সন্ধে ৭টা থেকে যুবভারতীতে ম্যাচ।

৩ ফেব্রুয়ারি ডার্বির পর আবার ১০ ফেব্রুয়ারি আবার আইএসএলের ম্যাচ খেলতে নামবে দুই প্রধান। নর্থইস্টের বিরুদ্ধে বাইরে খেলা ইস্টবেঙ্গলের। হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে মোহনবাগান। ১৩ ফেব্রুয়ারি মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে ইস্টবেঙ্গল। পরদিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি গোয়ার বিরুদ্ধে বাইরের মাঠে খেলা মোহনবাগানের। ১২ ম্য়াচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে টেবলের এক নম্বরে দাঁড়িয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্স। গোয়া, ওডিশা, মুম্বই সিটির পর পাঁচ নম্বরে রয়েছে মোহনবাগান। ১০ ম্যাচে ১৯ পয়েন্ট সবুজ-মেরুনের। শেষ পাঁচটা ম্যাচ থেকে এসেছে মাত্র ৪ পয়েন্ট। ১০ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে আটে রয়েছে ইস্টবেঙ্গল।

Next Article