ISL 2022-23, Playoff: আইএসএলে বিতর্ক, দল তুলে নিল কেরালা, সেমিফাইনালে সুনীলরা
Bengaluru FC vs Kerala Blasters: দ্বিতীয়ার্ধেও গোলের দেখা নেই। নকআউট ম্যাচ। অবশেষে ম্যাচ পৌঁছয় অতিরিক্ত সময়ে। সেখানেই বিতর্ক। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ফ্রি-কিক পায় বেঙ্গালুরু এফসি। অধিনায়ক সুনীল ছেত্রীর চকিত ফ্রি-কিকে গোলও হয়।

বেঙ্গালুরু: ভারতীয় ফুটবল হোক কিংবা বিশ্ব ফুটবল। নিরাপত্তাজনিত কারণে দল তুলে নেওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় দল তুলে নেওয়া! আইএসএলে তেমনটাই হল। ভারতের এক নম্বর টুর্নামেন্টে প্রথম বার। আইএসএলে এ বারের মরসুমের প্রথম প্লে-অফে কেরালা ব্লাস্টার্স দল তুলে নিল। সুনীল ছেত্রীর এক মাত্র গোলে এগিয়ে ছিল বেঙ্গালুরু এফসি। তাঁর ফ্রি-কিক গোল নিয়েই বিতর্কের শুরু। মাঠের মধ্যে ফুটবলাররা হাতাহাতিতেও জড়ান। হঠাৎই কেরালা ব্লাস্টার্স দল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ১-০’র জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। কেরালা ব্লাস্টার্সের ভবিষ্যৎ কী? বিস্তারিত TV9Bangla-য়।
আইএসএলে প্রথম প্লে-অফ ম্যাচে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স। প্লে-অফের মতো ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই প্রত্য়াশিত। হলও তাই। দু-দলই জয়ের জন্য় মরিয়া লড়াই চালাল। প্রথমার্ধ গোলশূন্য়। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা নেই। নকআউট ম্যাচ। অবশেষে ম্যাচ পৌঁছয় অতিরিক্ত সময়ে। সেখানেই বিতর্ক। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ফ্রি-কিক পায় বেঙ্গালুরু এফসি। অধিনায়ক সুনীল ছেত্রীর চকিত ফ্রি-কিকে গোলও হয়। এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। ম্য়াচের ৯৬ মিনিটের এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে কেরালা ব্লাস্টার্স। রেফারির বাঁশি বাজার আগেই সুনীল ছেত্রী কেন ফ্রি-কিক নিলেন, তাই নিয়েই প্রতিপক্ষর ক্ষোভ।
“I got the free-kick and I saw the opening”@bengalurufc‘s match-winner @chetrisunil11 on his side’s victory in #Bengaluru#BFCKBFC #HeroISL #HeroISLPlayoffs #LetsFootball #BengaluruFC #KeralaBlasters pic.twitter.com/HkKkLCBMqE
— Indian Super League (@IndSuperLeague) March 3, 2023
প্রায় মাঝমাঠে ফ্রি-কিক পায় বেঙ্গালুরু এফসি। অধিনায়ক সুনীল ছেত্রী দেখেন প্রতিপক্ষ গোলরক্ষক প্রভসুখন গিল গোল লাইন ছেড়ে অনেকটা এগিয়ে রয়েছেন। বল বসিয়ে দেরী করেননি বেঙ্গালুরু অধিনায়ক। কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষকের উপর দিয়ে জালে বল জড়ান। প্রতিবাদে কেরালা ব্লাস্টার্স মাঠ ছেড়ে বেরোলেও মাঠে অপেক্ষা করে বেঙ্গালুরু এফসি। কেরালা ব্লাস্টার্সকে শৃঙ্খলাভঙ্গের জন্য় কী শাস্তি দেওয়া হয়, সেটাই এখন দেখার।
A cheeky free-kick by @chetrisunil11 earned him the Hero of the Match for #BFCKBFC! ??#HeroISL #HeroISLPlayoffs #LetsFootball #BengaluruFC #SunilChhetri pic.twitter.com/G5VprhaWww
— Indian Super League (@IndSuperLeague) March 3, 2023
এই গোল নিয়ে নানা মত দেখা যাচ্ছে। বিশ্ব ফুটবলের অনেক ম্য়াচের ভিডিয়ো ছড়িয়ে পড়ছে সোশ্য়াল মিডিয়ায়। রেফারি বাঁশি বাজানোর আগেই ফ্রি-কিক নেওয়ার ইতিবাচক কিছু ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তেমনই বাঁশি বাজানোর আগেই ফ্রি-কিক নেওয়ায় সংশ্লিষ্ট ফুটবলারকে কার্ড দেখানোর ভিডিয়ো শেয়ারও হয়েছে। তবে ভারতের শীর্ষ লিগে এ ভাবে মাঠ থেকে দল তুলে নেওয়ায় কেরালা ব্লাস্টার্সের সমালোচনায় মেতেছেন অনেকেই।





