Mohun Bagan: বিশ্বের সেরা ক্লাব হোক মোহনবাগান: মমতা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 20, 2023 | 4:35 PM

Mamata Banerjee on Mohun Bagan: মোহনবাগানের বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে মমতা ফিরে গেলেন অতীতেও, জানালেন ক্লাবের জন্য দাদার ডিভোর্স হতে বসেছিল।

Mohun Bagan: বিশ্বের সেরা ক্লাব হোক মোহনবাগান: মমতা
Mohun Bagan ISL Champion: বিশ্বের সেরা ক্লাব হোক মোহনবাগান: মমতা

Follow Us

কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) নামের আগে এটিকে থাক, তিনি নিজেও চাননি। জানা ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মা ছিলেন মোহনবাগানঅন্ত প্রাণ। ক্লাবের গুরুত্বপূর্ণ খেলা থাকলে কালীঘাটে পুজো দিতেন। মোহনবাগানের বিজয় উৎসবের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও ক্লাবের ‘অতিবড় সমর্থক’, কখনও আবার ফিরে গেলেন অতীতে। দেখে মনে হচ্ছিল যেন সমর্থকদের মতো তিনি নিজেও মোহনবাগান ভারতসেরা হওয়ায় উচ্ছ্বসিত, তৃপ্ত। আবার সেই তিনি ইস্টবেঙ্গলের প্রতি স্পর্শকাতর। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী তো, তাই সাফল্যে যেমন আছেন, তেমনই ব্যর্থ হলে অনুপ্রেরণা দেওয়ার জন্য আছেন। এই নানা রংয়ের মমতাই ধরা দিলেন বাগানের উৎসবের মঞ্চে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

মমতা বললেন, ‘আমি কোনও একটা টিমের সাপোর্টার নই। আমি সব দলের সমর্থক।’ তবে, মোহনবাগান এবং ফুটবলের সঙ্গে তাঁর যোগ যে ছেলেবেলা থেকে, তাও বলতে ভুললেন না। মমতা বলেন, ‘আমার বাবা স্বাধীনতার আগে কালীঘাট মিলন সঙ্ঘের প্রেসিডেন্ট ছিলেন। তাই ফুটবলের সঙ্গে আমার পরিবার জড়িয়ে রয়েছে দীর্ঘদিন। মোহনবাগানের খেলা হলে কালী বাড়িতে পুজো দিতে যেতেন আমার মা। যে দিন আইএসএল ফাইনাল ছিল, সেই দিন ভোরবেলা স্বপ্ন দেখি, মোহনবাগান জিতে গিয়েছে। খেলা শুরুর আগেই যে স্বপ্নটা দেখেছিলাম, সেটাই সত্যি হয়েছে।’ বলার সময় যেন তৃপ্ত দেখাচ্ছিল তাঁকে।

মায়ের মোহনবাগান প্রীতির কথা বলার পাশাপাশি মমতা তাঁর দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের ফুটবলপ্রেম নিয়ে বলেন। তিনি বলেন, ‘আমার দাদা তো মোহনবাগান সমর্থক। কিন্তু দাদা এখন ইস্টবেঙ্গলে আছে। ফুটবলের জন্য একটা সময় ওর সংসার ভেঙে যেতে বসেছিল। একদিক বৌদি আমাকে এসে বলে দাদাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি কারণ জানতে চাইলে বলে দাদা সারাদিন ফুটবল নিয়েই কাটায়, বাড়িতে মোটেই সময় দেয় না।’

রিমুভ এটিকে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে মোহনবাগানে। এ খবর যে মমতা রাখেন, তা পরিষ্কার করে দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘এটিকে মোহনবাগান নয়, এখন ক্লাবের পরিচয় মোহনবাগান সুপার জায়ান্টস। আমি অরূপকে বলেছিলাম, এটিকে শুনতে ভালো লাগে না।’ মুখ্যমন্ত্রী এ কথা বলার পরই ক্লাব তাঁবুতে হাজির অগণিত সমর্থক হাততালি দিয়ে ওঠেন। একই সঙ্গে তিনি বলেন, ‘মোহনবাগান আমাদের পথ দেখিয়েছে। আগামী দিনে চাইব, মোহনবাগান বিশ্বের সেরা ক্লাব হোক। ব্রাজিল, পোল্যান্ড, ইতালির মতো দেশের ক্লাবগুলোর সঙ্গে খেলতে দেখতে চাই মোহনবাগানকে।’

মোহনবাগানের সাফল্যের মঞ্চে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকেও শরিক করলেন মুখ্যমন্ত্রী। কিছুটা সহানুভূতির সুরে বলেন, ‘ইস্টবেঙ্গল ভালো দল বানাতে পারেনি। যে কারণে ওরা সাফল্য পাচ্ছে না। তবে আর্থিক কারণেই ইস্টবেঙ্গল ভালো দল গড়তে পারেনি।’

 

Next Article