
ম্যাচের ৫ মিনিটে রাফায়েল ক্রিভেলারোর গোলে এগিয়ে যায় চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC)।

ম্যাচের ৯ মিনিটে এফসি গোয়াকে (FC Goa) সমতায় ফেরান জর্জ ওর্টিজ।

বল দখলের লড়াই।

ম্যাচের ৫৩ মিনিটে চেন্নাইয়ান এফসির হয়ে জয়সূচক গোল করেন রহিম আলি।

আইএসএলে প্রথম গোল পেলেন তরুণ স্ট্রাইকার রহিম আলি। (ছবি-আইএসএল টুইটার)