রহিম আলির গোলে দুরন্ত জয় চেন্নাইয়ান এফসির

Dec 20, 2020 | 3:23 PM

৪ ম্যাচ পর জয়ে ফিরল দুবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি। ফতোরদা স্টেডিয়ামে শনিবার এফসি গোয়াকে (FC Goa) ২-১ গোলে হারাল চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC)। চলতি আইএসএলে (ISL) চেন্নাইয়ানের এটি দ্বিতীয় জয়।

1 / 5
ম্যাচের ৫ মিনিটে রাফায়েল ক্রিভেলারোর গোলে এগিয়ে যায় চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC)।

ম্যাচের ৫ মিনিটে রাফায়েল ক্রিভেলারোর গোলে এগিয়ে যায় চেন্নাইয়ান এফসি (Chennaiyin FC)।

2 / 5
ম্যাচের ৯ মিনিটে এফসি গোয়াকে (FC Goa) সমতায় ফেরান জর্জ ওর্টিজ।

ম্যাচের ৯ মিনিটে এফসি গোয়াকে (FC Goa) সমতায় ফেরান জর্জ ওর্টিজ।

3 / 5
বল দখলের লড়াই।

বল দখলের লড়াই।

4 / 5
ম্যাচের ৫৩ মিনিটে চেন্নাইয়ান এফসির হয়ে জয়সূচক গোল করেন রহিম আলি।

ম্যাচের ৫৩ মিনিটে চেন্নাইয়ান এফসির হয়ে জয়সূচক গোল করেন রহিম আলি।

5 / 5
আইএসএলে প্রথম গোল পেলেন তরুণ স্ট্রাইকার রহিম আলি। (ছবি-আইএসএল টুইটার)

আইএসএলে প্রথম গোল পেলেন তরুণ স্ট্রাইকার রহিম আলি। (ছবি-আইএসএল টুইটার)

Next Photo Gallery