গোয়া: অপেক্ষার অবসান হতে বাকি আর একটা রাত। ফাতোরদা স্টেডিয়ামে শনিরাতে হবে ইন্ডিয়ান সুপার লিগের মেগা ফাইনাল। আইএসএল (ISL) ২০২২-২৩ মরসুমের ফাইনালে মুখোমুখি প্রীতম কোটালের এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। খাতায়-কলমে দেখতে গেলে দুই দলই সেয়ানে সেয়ানে লড়াই করার জন্য মুখিয়ে। এটিকের সঙ্গে সংযুক্তির পর একবার মাত্র ফাইনালে পৌঁছেছিল মোহনবাগান। সে বার রানার্স হয়েছিল এটিকে মোহনবাগান। আর অন্যদিকে থাকা বেঙ্গালুরু এক বারও ট্রফি জেতেনি। দুই দলই মহারণে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। হেড টু হেডে নজর রাখলে দেখা যায় আইএসএলে এই দুই দলের সাক্ষাৎ হয়েছে ছ’বার। তার মধ্যে মোহনবাগান জিতেছে ৪ বার আর বেঙ্গালুরু জিতেছে ১ বার। ১টি ম্যাচ ড্র দিয়ে শেষ হয়েছে। চলতি মরসুমে দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ডিসেম্বরে। সেই সাক্ষাতে ১-০ ব্যবধানে জিতেছিল এটিকে মোহনবাগান। এরপর ফিরতি লেগে ফেব্রুয়ারিতে মোহনবাগানকে ২-১ ব্যবধানে হারায় বেঙ্গালুরু। এ বারের আইএসএল ফাইনাল ম্যাচ কখন, কোথায়, কীভাবে দেখবেন? জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
কবে অনুষ্ঠিত হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচ?
আগামী কাল, শনিবার ১৮ মার্চ অনুষ্ঠিত হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচ।
কোথায় অনুষ্ঠিত হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচ?
গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium) অনুষ্ঠিত হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচ।
কখন অনুষ্ঠিত হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচ?
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচ।
কোথায় দেখা যাবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচ।
অনলাইনে কোথায় দেখা যাবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচ?
এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচ অনলাইনে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla-র লাইভ ব্লগে।