ISL Season 10: খেতাব ধরে রাখার লড়াই, আইএসএলের নতুন মরসুমে আজ নামছে মোহনবাগান
Mohun Bagan Super Giant vs Punjab FC Preview: পঞ্জাব ম্যাচে মাঠে নামার আগে বাগান কোচ বলেছেন, 'ডুরান্ড কাপ অতীত। এখন পঞ্জাব ম্যাচ নিয়েই ভাবছি। ওরা যথেষ্ট ভালো দল। গত বারের আই লিগ চ্যাম্পিয়ন। হালকা ভাবে দেখার কোনও কারণ নেই। ৯০ মিনিটই এখন আমার ফোকাসে। একই সঙ্গে তিনটে টুর্নামেন্ট খেলতে হচ্ছে। সমর্থকদের প্রত্যাশাও রয়েছে। এ বারের আইএসএল আরও কঠিন। খেতাব ধরে রাখার কঠিন লড়াইয়ে নিজেরা উজাড় করে দিতে তৈরি।'

কলকাতা: আজ আইএসএল অভিযানে মোহনবাগান। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। আইএসএলে এ বারই অভিষেক হতে চলেছে পঞ্জাবের। আই লিগের অধিকাংশ ফুটবলারকেই ধরে রেখেছে পঞ্জাব। অন্য দিকে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের কাছে এ বার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ। যার যাত্রা শুরু হচ্ছে ঘরের মাঠে ম্যাচ দিয়ে। প্রতিপক্ষ পঞ্জাবের চেয়ে ধারে ভারে কয়েকগুণ এগিয়ে সবুজ-মেরুন ব্রিগেড। কয়েকদিন আগেই এএফসি কাপের ম্যাচে ওড়িশা এফসিকে হারিয়েছে মোহনবাগান। মনোবলও তুঙ্গে কামিংসদের। সদ্য ডুরান্ড কাপও জিতেছেন সাদিকুরা। একই সঙ্গে তিনটে টুর্নামেন্ট খেলতে হচ্ছে মোহনবাগান। অন্যদিকে রিজার্ভ টিম ব্যস্ত কলকাতা লিগে। সিনিয়র টিম এএফসি কাপের ম্যাচ খেলতে শুরু করে দিয়েছে। এ বার নামছে আইএসএলে। ফেরান্দোর দলের কাছে এবার প্রত্যাশাও অনেক। শেষ দুটো টুর্নামেন্টেই (ডুরান্ড আর আইএসএল) চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। নতুন মরসুমে আইএসএল অভিযানের আগে সমর্থকদের আশ্বস্ত করার বার্তা দিয়েছেন কোচ ফেরান্দোও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জাতীয় দলে খেলার সময় চোট পেয়েছিলেন আশিক কুরুনিয়ান। এই ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছেন। কার্ড সমস্যায় পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই অনিরুদ্ধ থাপা। ডুরান্ড কাপের ফাইনালে লাল কার্ড দেখেছিলেন এই মিডফিল্ডার। ফেডারেশনের নিয়ম অনুযায়ী, আইএসএলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না অনিরুদ্ধ থাপা। তাতে অবশ্য ঘাবড়াচ্ছেন না বাগান কোচ। দলে তারকার মেলা। সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, মনবীর সিংয়ের মতো দেশিয় ফুটবলাররা রয়েছেন বাগানে। একই সঙ্গে হুগো বোমাস, আর্মান্দো সাদিকু, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসের মতো বিদেশি। রক্ষণে ভরসা দিচ্ছেন আনোয়ার আলি। ব্রেন্ডন হ্যামিল আর হেক্টর ইউস্তে-এই দুই বিদেশি স্টপারও ফেরান্দোর মন কেড়ে নিয়েছেন।
পঞ্জাব ম্যাচে মাঠে নামার আগে বাগান কোচ বলেছেন, ‘ডুরান্ড কাপ অতীত। এখন পঞ্জাব ম্যাচ নিয়েই ভাবছি। ওরা যথেষ্ট ভালো দল। গত বারের আই লিগ চ্যাম্পিয়ন। হালকা ভাবে দেখার কোনও কারণ নেই। ৯০ মিনিটই এখন আমার ফোকাসে। একই সঙ্গে তিনটে টুর্নামেন্ট খেলতে হচ্ছে। সমর্থকদের প্রত্যাশাও রয়েছে। এ বারের আইএসএল আরও কঠিন। খেতাব ধরে রাখার কঠিন লড়াইয়ে নিজেরা উজাড় করে দিতে তৈরি।’
পঞ্জাব এফসির সহকারী কোচ হয়েছেন শঙ্করলাল চক্রবর্তী। মোহনবাগানের আই লিগ জয়ের সময়ও সহকারী কোচের ভূমিকায় ছিলেন। কলকাতার দলের আবেগ সম্পর্কে ওয়াকিবহাল। শনিবারের যুবভারতীতে মোহনবাগানের থেকে পয়েন্ট চুরি করাই এখন লক্ষ্য পঞ্জাবের।





