ISL Season 10: আইএসএলে আজ মরসুম শুরু, বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে ঘিরে নতুন আশা
East Bengal FC vs Jamshedpur FC Preview: জামশেদপুর এফসি বেশ শক্তিশালী দল। এ বারের আইএসএলেও স্কট কুপারের দলকে সমীহ করতেই হয়। ঋত্বিক দাস, এমিল বেনি, প্রণয় হালদাররা প্রস্তুত হয়েই কলকাতায় খেলতে এসেছেন। তবে এ বারের ইস্টবেঙ্গল অনেকটাই আলাদা। জেতার স্বপ্ন দেখাচ্ছেন কুয়াদ্রাত। ডুরান্ডে লাল-হলুদের রক্ষণ বেশ ভরসা দিয়েছিল। তবে রক্ষণের প্রধান দুই জুটিই নেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে।

কলকাতা: আজ আইএসএল অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। শেষ কয়েক বছর লাল-হলুদ জুড়ে শুধুই ব্যর্থতা। এমনকি আইএসএলের প্রথম ম্যাচেও এতদিন জয়ের দেখা পায়নি ইস্টবেঙ্গল। এ বার সেই মিথ ভাঙতে চায় কুয়াদ্রাতের দল। সম্প্রতি ডুরান্ড কাপে রানার্স হয়েছে মশাল বাহিনী। গ্রুপ পর্বে মোহনবাগানকে হারিয়ে দীর্ঘ ডার্বি হারের খরা কাটিয়েছে। কুয়াদ্রাতের দলকে ঘিরে আশায় বুক বাঁধছেন সমর্থকরাও। অন্যান্য বারের তুলনায় এ বারের ইস্টবেঙ্গল কিছুটা হলেও শক্তিশালী। টুর্নামেন্টে যাত্রা শুরুর ৪৮ ঘণ্টা আগেই নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে ইস্টবেঙ্গল। ভবিষ্যতের পরিকল্পনা করে এগোচ্ছে দল। কিছুটা হলেও পাল্টাচ্ছে ছবি। আইএসএলে আজ ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জামশেদপুর এফসি বেশ শক্তিশালী দল। এ বারের আইএসএলেও স্কট কুপারের দলকে সমীহ করতেই হয়। ঋত্বিক দাস, এমিল বেনি, প্রণয় হালদাররা প্রস্তুত হয়েই কলকাতায় খেলতে এসেছেন। তবে এ বারের ইস্টবেঙ্গল অনেকটাই আলাদা। জেতার স্বপ্ন দেখাচ্ছেন কুয়াদ্রাত। ডুরান্ডে লাল-হলুদের রক্ষণ বেশ ভরসা দিয়েছিল। তবে রক্ষণের প্রধান দুই জুটিই নেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে। চোটের জন্য বেশ কয়েকমাস বাইরে জর্ডন এলসে। যে অপূরণীয় ক্ষতির কথা স্বীকার করছেন কোচ কুয়াদ্রাতও। ডুরান্ড কাপের ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন অজি ডিফেন্ডার।
লালচুননুঙ্গা জাতীয় দলের হয়ে এশিয়ান গেমসে খেলতে গিয়েছেন। জামশেদপুরের বিরুদ্ধে রক্ষণে দেখা যাবে পারদো আর গুরসিমরত গিলকে। দু’জনের মধ্যে সে ভাবে বোঝাপড়া এখনও তৈরি হয়নি। আজকের ম্যাচ তাই কঠিন হতে চলেছে এই জুটির কাছে। এমনিতেও পারদো পুরোরপুরি ডিফেন্ডার নন। এলসে না থাকায় তাঁর কাঁধেই এখন গুরুদায়িত্ব। এলসের পরিবর্তের খোঁজ চালাচ্ছে ইস্টবেঙ্গল। এশিয়ার ফুটবলার হতে হবে। একই সঙ্গে ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ায় ফ্রী ফুটবলার নেওয়া ছাড়া উপায় নেই। স্বভাবতই সমস্যা বেড়েছে ইস্টবেঙ্গলে। এ দিকে আইএসএলের ওয়েবসাইটে ইস্টবেঙ্গলের স্কোয়াডে নিশু কুমারের নাম না থাকায় উদ্বেগ তৈরি হয় সমর্থকদের মধ্যে। জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে নিশুর নাম দেখা যাচ্ছে না। দলের সঙ্গেই আইএসএলের স্কোয়াডে আছেন নিশু।
এ দিকে নাওরেম মহেশ সিংয়ের খেলা নিয়েও রয়েছে ধোঁয়াশা। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ডান পায়ে চোট পেয়েছিলেন। জামশেদপুর ম্যাচের আগে পুরোপুরি সুস্থ কিনা তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। দলের সঙ্গে অবশ্য অনুশীলন শুরু করেছেন মহেশ। কোচ কুয়াদ্রাত, অধিনায়ক খাবরা যদিও আত্মবিশ্বাসী নিজেদের নিয়ে। অভিজ্ঞ সৌভিক আর খাবরা এই দলের অন্যতম দুই স্তম্ভ। ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের কাছেও রয়েছে চ্যালেঞ্জ। সিভেরিওকে ডুরান্ডে সে ভাবে সপ্রতিভ লাগেনি। এমনকি ক্লেটনও গোলের মধ্যে নেই। তাই দুই বিদেশির কাছেই থাকছে চ্যালেঞ্জ।
ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি, রাত ৮টা, স্পোর্টস ১৮-এ সম্প্রচার





