Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2023: হারের হ্যাটট্রিক থেকে ফিরে আসার লড়াই ইস্টবেঙ্গলের

ISL, East Bengal vs Chennaiyin FC Match Preview: নতুন শুরুর অপেক্ষায় ইস্টবেঙ্গল। লড়াই যে ক্রমশ কঠিন হচ্ছে, তা বুঝতে পেরেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়ানোর আশায় দলকেও উজ্জীবিত করছেন কুয়াদ্রাত। খাবরা, সৌভিকরাও বুঝতে পারছেন সমর্থকদের যন্ত্রণা। চেন্নাইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ম্যাচে অনিশ্চিত বোরহা। স্প্যানিশ মিডিওর চোট এখনও সারেনি। ক্রিভেলারোদের বিরুদ্ধে তাঁকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

ISL 2023: হারের হ্যাটট্রিক থেকে ফিরে আসার লড়াই ইস্টবেঙ্গলের
Image Credit source: East Bengal
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 9:00 AM

চেন্নাই: ডুরান্ডে ভালো শুরু করায় প্রিয় দলকে ঘিরে আশা দেখতে শুরু করেছিল সমর্থকরা। আইএসএলে ফিরতেই সেই একই রোগ ফিরে এসেছে। ৫ ম্যাচে ৩টে-তে হার। একটিতে জয় আর একটি ড্র। ঝুলিতে চার পয়েন্ট। লিগ টেবলের দশ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। শেষ তিনটে ম্যাচেই হেরেছে কার্লেস কুয়াদ্রাতের দল। শনিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নায়িন এফসির সামনে ইস্টবেঙ্গল। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লাল-হলুদের সামনে। মাঝে দীর্ঘ বিরতির পর মাঠে নামছে মশাল ব্রিগেড। ছন্দ ফিরে পাওয়ার আশায় ক্লেটন সিলভা, সাউল ক্রেসপোরা। লিগ টেবিলের সাত নম্বরে আছে চেন্নাই। ক্রিভেলারো, রহিম আলিরাও ঘরের মাঠে কামব্যাকের আশায় মরিয়া। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নতুন শুরুর অপেক্ষায় ইস্টবেঙ্গল। লড়াই যে ক্রমশ কঠিন হচ্ছে, তা বুঝতে পেরেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ। হারের হ্যাটট্রিকের পর ঘুরে দাঁড়ানোর আশায় দলকেও উজ্জীবিত করছেন কুয়াদ্রাত। খাবরা, সৌভিকরাও বুঝতে পারছেন সমর্থকদের যন্ত্রণা। চেন্নাইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ম্যাচে অনিশ্চিত বোরহা। স্প্যানিশ মিডিওর চোট এখনও সারেনি। ক্রিভেলারোদের বিরুদ্ধে তাঁকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। মাঝমাঠের দখল নিতে সাউল ক্রেসপো, সৌভিক, খাবরাদের ওপরই ভরসা রাখতে হচ্ছে লাল-হলুদের স্প্যানিশ কোচকে। কেরলের বিরুদ্ধে শেষ ম্যাচে দুটো পেনাল্টি মিস করেছিলেন ক্লেটন সিলভা। দলনায়কের আক্ষেপ এখনও যাচ্ছে না। কামব্যাকে মরিয়া লাল-হলুদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। অন্য দিকে, ফর্মের ধারেকাছে নেই সিভেরিও। স্প্যানিশ স্ট্রাইকারের পা থেকে গোলের দেখাই পাচ্ছে না ইস্টবেঙ্গল। চেন্নাইয়ের বিরুদ্ধে গোল পেতে মরিয়া সিভেরিও।

জাতীয় দল থেকে ফিরে সম্প্রতি লাল-হলুদের সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন লালচুননুঙ্গা ও নাওরেম মহেশ। আইএসএলের মাঝে লম্বা বিরতি থাকলেও, ফুটবলারদের ছুটি দেননি কোচ কুয়াদ্রাত। কড়া অনুশীলনেই দলের ভুল শুধরে দেওয়ার কাজ চালিয়েছেন। প্রস্তুতি ম্যাচও খেলেছে ইস্টবেঙ্গল। কোচ কুয়াদ্রাতও চেন্নায়িন ম্যাচের আগে বলছেন, ফুটবলাররা এখন অনেকটাই তৈরি। শক্তিশালী দলের বিরুদ্ধে পাল্লা দিতে তৈরি তাঁর ছেলেরা। ব্যর্থতার ঘেরাটোপ থেকে বেরিয়ে সাফল্যের রাস্তায় যেতে পারে কিনা ইস্টবেঙ্গল, সেটাই এখন দেখার!

ইস্টবেঙ্গল বনাম চেন্নায়িন এফসি, বিকেল ৫.৩০, স্পোর্টস ১৮-এ সম্প্রচার