ISL Season 10: হায়দরাবাদের বিরুদ্ধে জোড়া গোলে ‘প্রত্যাবর্তন’! কী বলছেন ক্যাপ্টেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 01, 2023 | 3:23 AM

East Bengal vs Hyderabad FC, Cleiton Silva: মরসুমে ক্লেটনের প্রথম গোল, এ বারের আইএসএলে দলের প্রথম জয়। ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের জয়ের নায়ক বলেন, 'বহু ম্যাচ পর গোল। খুবই ভালো লাগছে। অনেক দিন থেকেই এরকম ছন্দে ফেরার চেষ্টায় ছিলাম। নিজের ছন্দে ফেরা এবং দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।' ইস্টবেঙ্গলের খেলা দেখে পরিষ্কার, শুধু দল গঠন নয়, মানসিক ভাবেও এ বার অনেক পরিবর্তন এসেছে। এর কারণেই পারফরম্যান্সে উন্নতি বলে মনে করেন ক্লেটন।

ISL Season 10: হায়দরাবাদের বিরুদ্ধে জোড়া গোলে প্রত্যাবর্তন! কী বলছেন ক্যাপ্টেন?
Image Credit source: X

Follow Us

কলকাতা: অ্যাডেড টাইমে গ্যালারির দিকে তাঁর দৌড়েই পরিষ্কার ছিল। এই জয় কত তৃপ্তির। শুধুই কি জয়? তাঁকে যে ক্যাপ্টেনের মতোই প্রত্যাবর্তন করতে হত। পরিসংখ্যান বলছে, ক্লেটন সিলভা জোড়া করলে ইস্টবেঙ্গল হারেনি! এখনও অবধি সাতটি ম্যাচে জোড়া গোল রয়েছে ক্লেটনের। এর মধ্যে ছ’বার জয় ও একটি ড্র। পরিসংখ্যান আরও বলছেন, হায়দরাবাদ এফসির বিরুদ্ধে কোনও দিন গোল করেননি ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা! প্রথম পরিসংখ্যান যেমন অটুট রেখেছেন, দ্বিতীয় পরিসংখ্যান বদলে দিয়েছেন। কী বলছেন ইস্টবেঙ্গল ক্যাপ্টেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভিসা সমস্যায় কলকাতায় পৌঁছতে দেরি হয়েছিল ক্লেটনের। ব্রাজিলের যতটা পেরেছেন প্রস্তুতি সেরেছেন। কিন্তু টিমের সঙ্গে প্রস্তুতির আলাদা গুরুত্ব থাকে। ফুল ফিটনেস ফিরে পাওয়ার জন্য প্রাক মরসুম প্রস্তুতি ভালো হওয়া প্রয়োজন। কোচ কার্লেস কুয়াদ্রাত তাঁকে সময় দিচ্ছিলেন। গত পাঁচ ম্যাচে মাত্র ১৩৬ মিনিট খেলেছেন। হায়দরাবাদের বিরুদ্ধে শুরু থেকে প্রায় শেষ। তাঁকে যতক্ষণে বদল করা হয়, দলের জয় নিশ্চিত করেছেন। মাত্র ৮ মিনিটে পিছিয়ে পড়ার ২ মিনিটের মধ্যেই সমতা ফেরান ক্লেটন। সকলেই যখন মনে করছেন, এই ম্যাচেও এক পয়েন্ট! অনবদ্য একটা ফ্রি-কিকে তিন পয়েন্ট নিশ্চিত করেন। ক্যাপ্টেন তো এমনই হন!

মরসুমে ক্লেটনের প্রথম গোল, এ বারের আইএসএলে দলের প্রথম জয়। ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের জয়ের নায়ক বলেন, ‘বহু ম্যাচ পর গোল। খুবই ভালো লাগছে। অনেক দিন থেকেই এরকম ছন্দে ফেরার চেষ্টায় ছিলাম। নিজের ছন্দে ফেরা এবং দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।’ ইস্টবেঙ্গলের খেলা দেখে পরিষ্কার, শুধু দল গঠন নয়, মানসিক ভাবেও এ বার অনেক পরিবর্তন এসেছে। এর কারণেই পারফরম্যান্সে উন্নতি বলে মনে করেন ক্লেটন।

গত মরসুমে ইস্টবেঙ্গল সাফল্য না পেলেও একলা লড়াই চালিয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। এ বার প্রত্যাবর্তন হল জোড়া গোলে। দ্বিতীয় গোলটি ঠিক কী বলা যায়! ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি নাকি ডেভিড বেকহ্যামের মতো ফ্রি-কিক! সেটা না হয় সকলে নিজের মতো করে ভাববে? তার চেয়ে বরং বলা ভালো, ক্লেটনের মতো ফ্রি-কিক।

Next Article