কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের দশম সংস্করণ শুরু হচ্ছে আজ। কোচিতে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি। শনিবার ঘরের মাঠে অভিযান শুরু করছে গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। এ মরসুমে ইতিমধ্যেই একটি ট্রফি জিতেছে সবুজ মেরুন। রেকর্ড ১৭তম ডুরান্ড কাপ ট্রফি জিতেছে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রথম প্রতিপক্ষ এ বারই আইএসএলে সুযোগ পাওয়া পঞ্জাব এফসি। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে আইএসএলে অভিষেক হবে পঞ্জাবের। তার আগেই বাগানের প্রাক্তন ‘মস্তিষ্ক’ তুলে নিল পঞ্জাব এফসি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ দিন পঞ্জাব এফসির তরফে এক প্রেস বিবৃতি দেওয়া হয়। তাতে জানানো হয়েছে ইন্ডিয়ান সুপার লিগে তাদের ভারতীয় সহকারি কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে শঙ্করলাল চক্রবর্তীকে। পঞ্জাব এফসির হেড কোচ স্তাইকোস ভারগেতিস। শঙ্করলাল চক্রবর্তীকে নিয়ে মোহনবাগান ম্যাচের আগে ড্রেসিংরুমের শক্তিও যেন বাড়িয়ে নিল পঞ্জাব। কলকাতা ফুটবল, ভারতীয় ফুটবল এবং বিশেষ করে মোহনবাগান সম্পর্কে তাঁর অভিজ্ঞতা প্রচুর। মোহনবাগানে সহকারি কোচের ভূমিকা পালন করেছেন দীর্ঘ সময়। তেমনই হেড কোচ হিসেবেও কাজ করেছেন। ২০১৫ সালে মোহনবাগানের আই লিগ জয়ী কোচিং টিমে ছিলেন শঙ্করলাল চক্রবর্তী।
কোচিংয়ের আরও অভিজ্ঞতা রয়েছে শঙ্করলালের। এএফসি প্রো-লাইসেন্স রয়েছে তাঁর। বাংলা ফুটবল সংস্থার অ্যাকাডেমিতে কোচিং করিয়েছেন। মোহনবাগানের পাশাপাশি ভবানীপুর, মহমেডান স্পোর্টিং, আই লিগের ক্লাব সুদেভা এফসি, আই লিগ দ্বিতীয় ডিভিশন ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেডেও কোচিং করেছেন। ফুটবল জীবনও শুরু হয়েছিল মোহনবাগানেই। টাটা ফুটবল থেকে অ্যাকাডেমি থেকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন। ইস্টবেঙ্গলের হয়েও দীর্ঘ সময় খেলেছেন। এ বার আইএসএলে বড় দায়িত্বে শঙ্করলাল।