
কলকাতা: শনিবার আইএসএল অভিযানে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান। প্রতিপক্ষ নবাগত পঞ্জাব এফসি। ম্যাচ শুরু রাত ৮টায়। বাড়ি ফিরবেন কী ভাবে? চিন্তায় ঘুম উড়েছে সমর্থকদের। শুধু মোহনবাগান নয়, ইস্টবেঙ্গলেরও অধিকাংশ ম্যাচ রাত ৮টা থেকেই । খেলা শেষ হতে হতে রাত ১০টা। এত রাতে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বাড়ি ফেরা রীতিমতো সংশয়ের ব্যাপার সমর্থকদের কাছে। নিজস্ব গাড়ি থাকলে আলাদা ব্যাপার। অধিকাংশ সমর্থকই সমস্যায় পড়েন। কারণ, পর্যাপ্ত বাসই মেলে না ওই সময়। এ ছাড়া মেট্রোও ততক্ষণে বন্ধ হয়ে যায়। সমর্থকদের সমস্যা মেটাতে আসরে নামল মোহনবাগান। ম্যাচ শেষে যাতে সমর্থকরা ঠিক ভাবে বাড়ি ফিরতে পারেন, তার জন্য পরিবহণমন্ত্রীর দ্বারস্থ হল ম্যানেজমেন্ট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দেয় মোহনবাগান। চিঠিতে আবেদন করা হয়েছে, ম্যাচ শেষের পর যুবভারতী থেকে বাড়ি ফিরতে সমর্থকদের যাতে অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে। মোহনবাগান জানিয়েছে যুবভারতী থেকে উল্টোডাঙ্গা (৪টি বাস), স্টেডিয়াম থেকে সায়েন্স সিটি (২টি বাস), যুবভারতী থেকে শিয়ালদহ (২টি বাস) এবং সল্টলেট স্টেডিয়াম থেকে ধর্মতলা (২টি বাস) পর্যন্ত অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে।
এরই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের স্পোর্টস ডিরেক্টর বিনয় চোপড়া। চিঠিতে তিনটি অতিরিক্ত ট্রেন চালানোর আবেদন করেছেন। মোহনবাগান আশাবাদী, মেট্রো কর্তৃপক্ষও তাদের সেই আবেদনে সাড়া দেবে। ম্যানেজমেন্ট মনে করছে, পঞ্জাব ম্যাচ থেকে যদি দর্শকরা এই সুবিধা নাও পান, তাহলে পরের ম্যাচ থেকেই এই সুবিধা কার্যকর হবে সমর্থকদের জন্য। ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পরবর্তী হোম ম্যাচ রয়েছে সবুজ-মেরুনের।
মোহনবাগান চিঠি দিলেও, পড়শি ক্লাব ইস্টবেঙ্গল এখনও সরকারি ভাবে কোনও চিঠি দেয়নি। তবে সমর্থকদের অসুবিধার কথা মৌখিক ভাবে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে জানিয়েছেন লাল-হলুদ কর্তারা। এমনকি ফেডারেশনের দৃষ্টিগোচরেও বিষয়টি এনেছে তাঁরা। তেমন হলে পরবর্তীতে চিঠি দেওয়ার কথা ভাবতে পারে ইস্টবেঙ্গলল।