
কলকাতা: অনেক রোগের ওযুধ পাওয়াটা তুলনামূলক সহজ। কিন্তু মন খারাপের? এর ওযুধ খুঁজে পাওয়া খুবই কঠিন। মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো তারই খোঁজে। মরসুমের প্রথম থেকেই মোহনবাগানের পাখির চোখ ছিল এএফসি কাপ। গত মরসুমে সেমিফাইনালে বিদায় নিয়েছিল সবুজ মেরুন। এ বার গ্রুপ পর্বেই। যদিও একটা ম্যাচ এখনও বাকি। তাকে নিয়মরক্ষার ম্যাচই বলা যায়। এএফসি কাপে গত তিন ম্যাচের মধ্য়ে একটি ড্র এবং দুটি হার মোহনবাগানকে এই পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে। এখন দলের পুরোপুরি ফোকাস আইএসএলেই। তার আগে সবুজ মেরুন কোচ ফেরান্দো অবশ্য বলছেন, সকলেরই মন খারাপ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এএফসি কাপ মাথা থেকে সরিয়ে আইএসএলে হায়দরাবাদ এফসি ম্যাচেই নজর মোহনবাগানের। দলে একাধিক চোট আঘাত, ধারাবাহিকতার অভাব। হায়দরাবাদ উড়ে যাওয়ার আগে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো বলছেন, ‘আমরা পেশাদার। আর পেশাদাররা সামনের দিকে তাকায়। অতীতে যা হয়েছে, সেটা নিয়ে বেশি ভেবে কিংবা কথা বলে লাভ নেই। এএফসি কাপে ব্যর্থতা খুবই হতাশার। দলের সকলেরই মন খারাপ। এখন আমাদের সামনে আইএসএলে হায়দরাবাদ এফসি। তাদের হারিয়ে তিন পয়েন্ট জেতা জয় ছাড়া আর কোনও লক্ষ্য নেই।’
এএফসি কাপে পরিস্থিতি যাই হোক, আইএসএলে অনবদ্য ছন্দে মোহনবাগান। গত বারের চ্যাম্পিয়ন তারা। এ বারও মরসুমের শুরু থেকে চ্যাম্পিয়নের মতোই খেলছে। যদিও এএফসি কাপের ব্যর্থতার কোনও প্রভাব আইএসএলে পড়ে কিনা, সেটাও চিন্তার বিষয় হতে পারে মোহনবাগান শিবিরে। তার ওপর দলে একঝাঁক চোট। মানসিক ভাবেও চাপের পরিস্থিতি। হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। সে সব সরিয়ে আইএসএলে জয়ের ধারা বজায় রাখায় লক্ষ্য মোহনবাগানের।