
কলকাতা: এরকম শুরুই হয়তো চেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এক নম্বর হওয়া কঠিন। তার চেয়ে অনেক বেশি কঠিন, সেই স্থান ধরে রাখা। ইন্ডিয়ান সুপার লিগে গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। কম কাঠখড় পোড়াতে হয়নি। মরসুমের মাঝপথে খেই হারিয়েছিল সবুজ মেরুন। দুর্দান্ত প্রত্যাবর্তনে ঘুরে দাঁড়ায় তারা। চ্যাম্পিয়ন হয়। নতুন মরসুমে শুরুটা ভালো হয়েছে। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন। তাও আবার ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে। আত্মবিশ্বাসে অনেকটাই এগিয়ে ছিল সবুজ মেরুন। আইএসএলেও নতুন মরসুমে প্রথম ম্যাচে জিতে কি চাপ কমল হুয়ান ফেরান্দোর? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কার্যত গত বারের দলটাই ধরে রেখেছে মোহনবাগান। সঙ্গে বেশ কয়েকজন ভালো মানের ঘরোয়া এবং বিদেশি ফুটবলার সই করিয়েছে। মরসুমের শুরু থেকেই কোচ হুয়ান ফেরান্দো বলে এসেছেন, তাঁদের লক্ষ্য এএফসি কাপে সাফল্য। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের খেতাব ধরে রাখা। এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বে জোড়া জয়ে গ্রুপ পর্বে ওঠে সবুজ মেরুন। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে দাপুটে জয়। আইএসএলে এ দিন পঞ্জাবকে ৩-১ ব্যবধানে হারানো।
চাপ কমল কিনা প্রসঙ্গে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, ‘চাপ কোনওদিনই কমবে না। হোম ম্যাচে চাপটা আরও বেশি। সমর্থকদের প্রত্যাশার বিষয়টিও দেখতে হবে। সাফল্য পেলে প্রত্যাশা বাড়ে। ধারাবাহিকতা ধরে রাখা কঠিন কাজ। নিজেদের খেলার মান বাড়াতে হবে।’ জিতলেও মোহনবাগানে সামান্য অস্বস্তি থাকতে পারে আইএসএলে নবাগত পঞ্জাবের বিরুদ্ধে ১ গোল হজম করা। আরও পরিষ্কার করে বললেন, গোলের ধরন অস্বস্তি বাড়াতে পারে। মোহনবাগান কার্যত গোলটি উপহার দিয়েছে পঞ্জাবকে। গ্লেন মার্টিন্সের ভুলে বল পান পঞ্জাব এফসি মাচেন। যত দ্রুত সম্ভব, এই ভুলের সংখ্যা কমানোই লক্ষ্য হুয়ান ফেরান্দোর।