ISL Season 10: একঝাঁক সুযোগ, অনবদ্য গোল, চ্যাম্পিয়নের মতোই শুরু মোহনবাগানের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 23, 2023 | 10:42 PM

Mohun Bagan Super Giant vs Punjab FC Match Report: দ্বিতীয়ার্ধে ধাক্কা খেল মোহনবাগান। গ্লেন মার্টিন্সের গাছাড়া ভাবের জন্যই গোল খায় বাগান। ম্যাচের ৫৩ মিনিটে গ্লেনের ব্যাক পাস। আই লিগে পঞ্জাব এফসির গত মরসুমের টপ স্কোরার লুকা মাচেন আইএসএলেও গোলের খাতা খোলেন। তাতে অবশ্য মোহনবাগানের আক্রমণে বাধা পড়েনি। হুয়ান ফেরান্দো একটি পরিবর্তন করেন। স্কোরলাইনে ফের বদল। দিমিত্রির পাসে প্রথম টাচেই গোল পরিবর্ত হিসেবে নামা মনবীর সিংয়ের।

ISL Season 10: একঝাঁক সুযোগ, অনবদ্য গোল, চ্যাম্পিয়নের মতোই শুরু মোহনবাগানের
Image Credit source: X

Follow Us

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে কলকাতায় মরসুমের প্রথম ম্যাচ। প্রথম দিনই বিপত্তি। তবে সেটা সম্প্রচারজনিত কারণে। এ দিন ছিল আইএসএলের ডাবল হেডার। ভুবনেশ্বরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ওডিশা এফসি ও চেন্নায়িন। মন্দ আবহাওয়া এবং বাজ পড়ার কারণে ম্যাচ শুরু করতে দেরি হয়। তার প্রভাব পড়ে কলকাতার ম্যাচেও। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পঞ্জাব এফসি ম্যাচ শুরুর কথা ছিল রাত আটটায়। পরিবর্তে ৮.৩৫-এ শুরু হয় ম্যাচ। আইএসএলে নতুন মরসুম শুরু করল গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। টুর্নামেন্টে অভিষেক ম্যাচ পঞ্জাব এফসির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত মরসুমে আইএসএল, এ মরসুমে ডুরান্ড। আত্মবিশ্বাস তুঙ্গে সবুজ মেরুন শিবিরে। এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ওডিশাকে বড় ব্যবধানে হারিয়েছে মোহনবাগান। আইএসএলের শুরুটাও হল বিধ্বংসী মেজাজেই। ম্যাচের শুরু থেকেই বাগান আক্রমণের সামনে খাবি খায় পঞ্জাব রক্ষণ। স্কোরলাইনে পরিবর্তন হল দ্রুতই। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। আশিস রাইয়ের মাইনাস ধরেন সাহাল। বল ছাড়তে দেরি করেননি। বল পেয়ে গোল বিশ্বকাপার জেসন কামিংসের।

গোল সংখ্যায় যোগ হওয়া যেন সময়ের অপেক্ষা ছিল। জেসন কামিংসের থ্রু বল। অনবদ্য দৌড় লিস্টন কোলাসোর। তাঁর সামনে শুধুই গোলকিপার। লিস্টন যে পজিশনে ছিলেন, শট নিলে গোলকিপারের শরীরে আটকে যেতে পারত। চিপ শট খেললে ক্রসবারের ওপরেও যেতে পারত। বরং স্বার্থহীন, টিম গেম লিস্টনের। ব্যাক পাস করেন। উপস্থিত ছিলেন দিমিত্রি পেত্রাতোস। সাজিয়ে দেওয়া বলে স্কোরলাইন ২-০ করেন পেত্রাতোস।

দ্বিতীয়ার্ধে ধাক্কা খেল মোহনবাগান। গ্লেন মার্টিন্সের গাছাড়া ভাবের জন্যই গোল খায় বাগান। ম্যাচের ৫৩ মিনিটে গ্লেনের ব্যাক পাস। আই লিগে পঞ্জাব এফসির গত মরসুমের টপ স্কোরার লুকা মাচেন আইএসএলেও গোলের খাতা খোলেন। তাতে অবশ্য মোহনবাগানের আক্রমণে বাধা পড়েনি। হুয়ান ফেরান্দো একটি পরিবর্তন করেন। তারপরই স্কোরলাইনে ফের বদল। দিমিত্রির পাসে প্রথম টাচেই গোল পরিবর্ত হিসেবে নামা মনবীর সিংয়ের।

একঝাঁক সুযোগ, অনবদ্য গোল, চ্যাম্পিয়নের মতোই শুরু মোহনবাগান সুপার জায়ান্টের। সবচেয়ে বেশি মুগ্ধকর, সবুজ মেরুনের টিম গেম। চ্যাম্পিয়ন বনাম অভিষেক হওয়া পঞ্জাব এফসি, এক তরফা হবে, এমনটাই মনে করা হয়েছিল। স্কোরলাইন মোহনবাগানের পক্ষে ৩-১ হলেও প্রথম চেষ্টায় মরিয়া লড়াই পঞ্জাব এফসির।

Next Article