
ভুবনেশ্বর : আর একটা দিন। ভারতে আরও একটা বিশ্বকাপ। মঙ্গলবার অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপে (U-17 Women’s World Cup 2022) ভারতের প্রথম প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে ভারতের সুযোগ কতটা, প্রস্তুতি কেমন হয়েছে, মেয়েদের জন্য বার্তাই বা কী। সমস্ত বিষয়ে জানালেন অনূর্ধ্ব ১৭ ভারতীয় মহিলা দলের কোচ থমাস ডেনার্বি (Thomas Dennerby)। বিশ্বকাপের গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রাজিল এবং মরক্কোর বিরুদ্ধেও খেলবে ভারত (India)। সুযোগ প্রসঙ্গে কোচ থমাস ডেনার্বি বলেন, ‘রেজাল্ট কী হল, শুধুমাত্র সেটা গুরুত্বপূর্ণ নয়। এটা প্রমাণের মঞ্চ। ভারতের মেয়েরাও ফুটবল খেলতে পারে, গোটা বিশ্ব দেখবে। তবে হ্যাঁ, দলের মধ্যে আমাদের নিজস্ব লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যের জন্যই লড়াই করব। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং মরক্কোর বিরুদ্ধে গোল করা এবং পয়েন্ট নেওয়াই লক্ষ্য। ভারতীয় সমর্থদেরও দেখাতে চাই, আমাদের দল কতটা ভালো। খুব তাড়াতাড়িই ভারতীয় মহিলা দলও সাফল্য পাবে।’
কিছুদিন আগেই স্পেন সফরে গিয়েছিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ মেয়েদের দল। বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সফর। বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি নিয়ে ভারতীয় দলের কোচ বলছেন, ‘আমার মতে, আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এ বছর ফেব্রুয়ারি থেকে প্রস্তুতির দিক থেকে বললে, আমরা বেশ কিছু বিদেশ সফরে গিয়েছি। শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ খেলেছে মেয়েরা। সদ্য স্পেন সফর ছাড়াও, ইতালি এবং নরওয়ে সফরে গিয়েছিলাম। আশা করছি, আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত।’
সারা দেশের প্রত্যাশা থাকবে এই বিশ্বকাপে মেয়েদের ঘিরে। কোচ হিসেবে থমাস কতটা চাপে? বলছেন, ‘এটা বিশ্বকাপ। প্রতিটা কোচই চাপে থাকে। আমিও আলাদা নই। প্রত্যেকেই প্রত্যাশা রাখবে আমাদের উপর। সাফল্য আশা করবে। তেমনই আমরাও চেষ্টা করব প্রত্যাশা পূরণের। কিছু ক্ষেত্রে, বাড়তি চাপ নেওয়া সমস্যার হয়ে দেখা দিতে পারে। এর আগে এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। সুতরাং, আমি এখন বাড়তি চাপ নিই না। যাই হোক, আমাদের মাথা ঠাণ্ডা রেখে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। অযথা কোনও কিছু জটিল করার প্রয়োজন নেই। শুধুমাত্র পরিকল্পনামাফিক এগতে হবে। উদ্বিগ্ন হয়ে সব কিছু ভেস্তে দেওয়া যাবে না। কোনও চাপ নেই, সেটা বললে ভুল বলা হবে।’