EURO CUP 2024: ইউরোর গ্রুপ অব ডেথে জমাটি লড়াইয়ের অপেক্ষা, বারেলাকে দিয়ে স্পেন-বধের ছক ইতালির

Italy vs Spain: আলবানিয়ার বিরুদ্ধে ইতালি জয় দিয়ে ইউরো যাত্রা শুরু করেছে। অন্যদিকে ইতালির মতো জয় দিয়েই স্পেন ইউরো সফর শুরু করেছে। এ বার দেখার ডেথ গ্রুপের টেবলের এক ও দুই নম্বর টিমের মধ্যে কে কাকে টেক্কা দেয়।

EURO CUP 2024: ইউরোর গ্রুপ অব ডেথে জমাটি লড়াইয়ের অপেক্ষা, বারেলাকে দিয়ে স্পেন-বধের ছক ইতালির
EURO CUP 2024: ইউরোর গ্রুপ অব ডেথে জমাটি লড়াইয়ের অপেক্ষা, বারেলাকে দিয়ে স্পেন-বধের ছক ইতালির

Jun 20, 2024 | 8:00 AM

কলকাতা: জমে উঠেছে ইউরো কাপ। প্রতিটা গ্রুপেই হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। ‘বি’ গ্রুপকে বলা হচ্ছে ইউরোর ডেথ গ্রুপ। স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়া রয়েছে বি গ্রুপে। টানা দু’বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। ইউরো কাপে অবশ্য ইতালির পারফরম্যান্স ভালো। আলবানিয়ার বিরুদ্ধে ইতালি জয় দিয়ে ইউরো যাত্রা শুরু করেছে। অন্যদিকে ইতালির মতো জয় দিয়েই স্পেন ইউরো সফর শুরু করেছে। এ বার দেখার ডেথ গ্রুপের টেবলের এক ও দুই নম্বর টিমের মধ্যে কে কাকে টেক্কা দেয়।

ইতালি গত বারের ইউরো কাপের চ্যাম্পিয়ন। ক্রোয়েশিয়াকে উড়িয়ে অবশ্য বুঝিয়ে দিয়েছে, ইউরো কাপ জেতার স্বপ্ন নিয়েই জার্মানিতে পা রেখেছে স্পেন। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধেও একই ছন্দ তুলে ধরতে চায় তারা। যা শোনা যাচ্ছে, তাতে ইতালি আবার আলবেনিয়া ম্য়াচের ছক ভেঙে বেরিয়ে আসতে পারে। ইতালির মিডফিল্ডার নিকোলো বারেলাকে ফরোয়ার্ডে ব্যবহার করা হতে পারে। যাতে গত ম্যাচের মতো গোল তুলে আনতে পারেন তিনি।

ফিফা ব়্যাঙ্কিংয়ে খুব বেশি হেরফের নেই দুই দলের স্থানে। আটে রয়েছে স্পেন আর নয়ে রয়েছে ইতালি। হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ২ দল মোট ৪০ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে স্পেন জিতেছে ১৩ বার আর ইতালি জিতেছে ১১ বার। এবং ম্যাচ ড্র হয়েছে ১৬ বার। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে টিম বানিয়ে ইউরোর লড়াইয়ে নেমেছে স্পেন। ক্রোটদের বিরুদ্ধে ৪-৩-৩ ছকে খেলেছিল স্পেন। এবং ইতালিও এ বারের ইউরোতে তাদের প্রথম ম্যাচে আলবানিয়ার বিরুদ্ধে খেলেছিল ৪-৩-৩ ছকে।