FIFA Women’s World Cup 2023: কিংবদন্তি মার্তার স্বপ্নভঙ্গ, ব্রাজিলকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপে শেষ-১৬তে জামাইকা

Brazil vs Jamaica: মেলবোর্নে মহিলাদের বিশ্বকাপে ব্রাজিল বনাম জামাইকার ম্যাচ গোলশূন্য ড্র দিতে শেষ হতেই কিংবদন্তি মার্তার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। কেরিয়ারের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে খেললেন মার্তা। কিন্তু বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তোলা হল না তাঁর।

FIFA Women's World Cup 2023: কিংবদন্তি মার্তার স্বপ্নভঙ্গ, ব্রাজিলকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপে শেষ-১৬তে জামাইকা
FIFA Women's World Cup 2023: কিংবদন্তি মার্তার স্বপ্নভঙ্গ, ব্রাজিলকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপে শেষ-১৬তে জামাইকাImage Credit source: FIFA Women's World Cup Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 10:51 PM

মেলবোর্ন: মহিলাদের বিশ্বকাপে (FIFA Women’s World Cup 2023) একদিকে ইতিহাস, অন্যদিকে হতাশা। মেলবোর্নে মহিলাদের বিশ্বকাপে গ্রুপ-এফ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল জামাইকা (Jamaica) ও ব্রাজিল (Brazil)। এই ম্যাচ জিতলে নকআউটে যেতে পারত কিংবদন্তি পেলের দেশ ব্রাজিলের মেয়েরা। কিন্তু সেই পথে কাঁটা হয়ে দাঁড়াল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জামাইকা। মহিলাদের বিশ্বকাপে মেলবোর্নে ব্রাজিল বনাম জামাইকার ম্যাচ গোলশূন্য ড্র দিতে শেষ হতেই কিংবদন্তি মার্তার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। কেরিয়ারের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপে খেললেন মার্তা। একটা আক্ষেপ নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ হল মার্তার। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে তোলা হল না তাঁর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মেলবোর্নে শুরু থেকেই ব্রাজিলকে চাপে রেখেছিল জামাইকার রক্ষণ। দ্বিতীয় স্থানে থেকে শেষ-১৬-তে যাওয়ার জন্য ব্রাজিলের বিরুদ্ধে ড্র বা জয় প্রয়োজন ছিল জামাইকার। পুরো ম্যাচ জুড়ে ১৮ বার শট নেওয়ার চেষ্টা করেছিল ব্রাজিল। তার মধ্যে টার্গেটে শট ছিল ৮টি। আর ৩ বার শট নেওয়ার চেষ্টা করেছিল ৩ জামাইকা। পাস অ্যাকিউরেসিতে এগিয়ে ছিল ব্রাজিল (৭৬%)। কিন্তু ৯০ মিনিটের মধ্যে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। তাই গোলশূন্য ড্র দিয়ে পয়েন্ট ভাগাভাগি হয় জামাইকা ও ব্রাজিলের মধ্যে। শেষ বিশ্বকাপের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টার মার্তা পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন না। ৮১ মিনিটে তাঁকে তুলে নেন ব্রাজিল কোচ। ডাগ আউটে ফিরে সতীর্থদের তাতে থাকেন মার্তা। কিন্তু শেষ অবধি কোনও সুবিধে করতে পারেনি ব্রাজিলের ফুটবলাররা।

বছর চারেক আগের ফ্রান্স বিশ্বকাপে জামাইকা গ্রুপ পর্বের চার ম্যাচে হেরেছিল। এ বার তারাই শেষ-১৬-তে। নকআউটে যোগ্যতা অর্জন করা ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রর কাছে তাই বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়ের পর মন খারাপ মার্তাদের। আর সেটাই স্বাভাবিক। মেয়েদের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ব্রাজিল। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ব্রাজিলের কোচ পিয়া সুগান্ধে ম্যাচের শেষে জামাইকার ফুটবলারদের লড়াইয়ের কথা তুলে ধরে বলেন, ‘ওরা দারুণ খেলেছে। লড়াই করেছে। আমরা ওদের রক্ষণ ভাঙতে পারিনি। আমাদের আরও সুযোগ তৈরি করতে হত। বিশ্বকাপের শুরুটা ভালো করেছিলাম। আমাদের উপর প্রত্যাশাও বেশি ছিল। কিন্তু এই ফলাফলকে মেনে নিতে হবে।’