
লন্ডন: কাতার বিশ্বকাপের পর ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে যাওয়া উচিত গ্যারেথ সাউথগেটের। এ রকমই মন্তব্য করলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার এবং ধারাভাষ্যকার জিমি ক্যারাঘার। ইংল্যান্ডের কোচ হিসাবে তৃতীয় বড়মাপের প্রতিযোগিতায় অংশ নেবেন সাউথগেট। বৃহস্পতিবারই তিনি কাতার বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণা করেছেন। আর দিন কয়েক পরই দোহায় উড়ে যাবে ইংল্যান্ডের ফুটবল দল। বিশ্বকাপের তাদের প্রথম ম্যাচ ইরানের বিরুদ্ধএ ২১ নভেম্বর। এ রকম সময়েই এই মন্তব্য করলেন ক্যারাঘার।
সাউথগেটের কোচিংয়ে ২০১৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। ২০২০ ইউরো কাপেও ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হওয়া হয়নি। বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হিসাবেই কাতারে যাচ্ছে ইংল্যান্ড দল। ইংল্যান্ডের কোচ হিসাবে যথেষ্ট সাফল্য পেয়েছেন সাউথগেট। এই প্রথমে তাঁর সরে যাওয়ার দাবি তুললেন কোনও ইংল্যান্ডের কোনও প্রাক্তন ফুটবলার।
সম্প্রতি ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারাগার বলেছেন, “আমি যদি গ্যারেথ সাউথগেট হতাম, তাহলে কাতার বিশ্বকাপের পর ইংল্যান্ড ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়াতাম। আশা করি বিশ্বকাপের সাউথগেটের তত্ত্বাবধানে নিজের সর্বোচ্চ শক্তি মেলে ধরতে সমর্থ হবে ইংল্যান্ড দল। এই মুহূর্তে দারুণ কাজদ করেছেন তিনি। তাই সাফল্য থাকতেই নিজের শর্তে পদ ছেড়ে দেওয়া উচিত তাঁর। এই সিদ্ধান্ত নেওয়র জন্য সাউথগেট যথেষ্ট বুদ্ধিমান।”
ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম নিয়ে কথা বলায় সমালোচকদের এক হাত নিয়েছেন ক্যারাঘার। কোচ হিসাবে সাউথগেট ওভারপারফর্ম করেছেন কিন্তু তা সত্ত্বেও সাউথগেটের সরে যাওয়ার পক্ষে সওয়াল করেছেন ক্যারাঘার। এ নিয়ে তিনি বলেছেন, “প্রতিভাবান একটি দল নিয়ে তিনি মোটেই ব্যর্থ হননি। আমার মনে হয় ওভারপারফর্ম করেছেন তিনি। কিন্তু ১৯৬৬ সারের পর এই দলকে ইংল্যান্ডের সর্বসেরা দল বলা হচ্ছে। আমি বুঝতে পারি এই দাবি করে সাউথগেটের উপর অযথা চাপ তৈরি করছে। কোয়ার্টার ফাইনালে উপরে যদি ইংল্যান্ড যেতে পারে, তাহলে ফের আশা তৈরি হবে। তবে কাতারের সেরা দল ইংল্যান্ড তা কখনই বলা যায় না। আমি জানি ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে যাওয়া নিশ্চিত ভাবে কঠিন সিদ্ধান্ত। কিন্তু সেটাই বিশ্বকাপের পর করা উচিত সাউথগেটের।”