EB Fan Dies: ডার্বি দেখতে এসে সমর্থকের মৃত্যু; শোকপ্রকাশ প্রীতম, স্টিফেনদের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 30, 2022 | 2:59 PM

পরিবারের লোকজন শোকে বিহ্বল। প্রিয় দলের ম্যাচ দেখতে গিয়ে ৩৭ বছরের যুবকের মৃত্যুতে হতবাক দেশবন্ধু নগরে জয়শঙ্করের পাড়া প্রতিবেশীরা।

EB Fan Dies: ডার্বি দেখতে এসে সমর্থকের মৃত্যু; শোকপ্রকাশ প্রীতম, স্টিফেনদের

Follow Us

কলকাতা: সাত তাড়াতাড়ি অফিসের কাজ সেরে বাড়িতে একবার ঢুঁ মেরেছিলেন স্কুটি রাখার জন্য। এরপর সন্ধ্যা সাতটা নাগাদ বাগুইআটির দেশবন্ধু নগরের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন বেসরকারি সংস্থায় কর্মরত, ইস্টবেঙ্গল (East Bengal) অন্তঃপ্রাণ জয়শঙ্কর সাহা। পরিবারের সঙ্গে সেটাই তাঁর শেষ দেখা। শনিবার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে আইএসএলের ডার্বি ম্যাচ (ISL Kolkata Derby) চলাকালীন ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। প্রথমে অসুস্থতা অনুভব করেন জয়শঙ্কর। এরপর পুলিশের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই ইস্টবেঙ্গল সমর্থক ও ফুটবলারদের মধ্যে শোকের ছায়া নামে। মৃত্যুশোক এসে পড়েছে পড়শি ক্লাবেও। এটিকে মোহনবাগানের তরফে শোকপ্রকাশ করা হয়। রাতেই টুইট করেন সবুজ মেরুন অধিনায়ক প্রীতম কোটাল।

প্রীতম লেখেন, “লড়াইটা মাঠের ভিতরে ৯০ মিনিটের লড়াই। সব সময় এটা আশা থাকে যেন যারা মাঠে আসে, তারা যেন খেলাটাকে উপভোগ করে ও আনন্দ পায়। প্রিয় দলের পরাজয়ে, ডার্বি চলাকালীন স্টেডিয়ামে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ইস্টবেঙ্গল সমর্থক বাগুইআটির বাসিন্দা জয়শঙ্কর সাহা।” এটিকে মোহনবাগানের তরফে টুইটারে শোকপ্রকাশ করে লেখা হয়, “আমরা এই কঠিন সময়ে জয়শঙ্কর সাহার পরিবার এবং বন্ধুবান্ধবদের পাশে রয়েছি। আন্তরিক সমবেদনা জানাই। ওনার আত্মার শান্তি কামনা করি।”

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে শোকবার্তায় জানানো হয়, “গতকাল জয়শঙ্কর সাহা সল্টলেক স্টেডিয়াম এ হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা একজন ফুটবল প্রেমী, একজন ইস্টবেঙ্গল প্রেমী মানুষকে হারালাম। জয়শঙ্কর সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন। আমরা তাঁর পরিবারের পাশে সবসময় থাকব, এই প্রতিশ্রুতি দিয়ে রাখলাম।” কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন লেখেন, “জয়শঙ্কর সাহার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উনি আমাদের একজন অনুগত সমর্থক ছিলেন। ক্লাব এবং খেলোয়াড়দের পক্ষ থেকে, আমি জয়শঙ্করের পরিবার এবং বন্ধুবান্ধবদের আন্তরিক সমবেদনা জানাই।” রবিবার সকালে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে কয়েকজন প্রতিনিধি প্রয়াত জয়শঙ্করের বাড়িতে যান এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের লোকজন শোকে বিহ্বল। প্রিয় দলের ম্যাচ দেখতে গিয়ে ৩৭ বছরের যুবকের মৃত্যুতে হতবাক দেশবন্ধু নগরে জয়শঙ্করের পাড়া প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে খবর, হার্টের সমস্যা ছিল জয়শঙ্করের। ডায়াবেটিসেও ভুগছিলেন। স্টেডিয়ামে ঢুকতে দেরি হয়ে যাওয়ায় ইস্টবেঙ্গল গ্যালারির টিকিট পাননি। তড়িঘড়ি মাঠে পৌঁছানোর তাগিদে নিজের আসনে বসার পর থেকেই অসুস্থতা অনুভব করছিলেন। এরপরের ঘটনা মোটেও কাঙ্খিত নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে জয়শঙ্করের। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Next Article