
মাদ্রিদ: জার্সির ক্রমসংখ্যা নিয়ে অনেক ফুটবলারের নিজস্ব পছন্দ থাকে। কিন্তু সকলে নিজের পছন্দের নম্বর দলে পান না। ক্লাব ফুটবলের ক্ষেত্রে অনেক ফুটবলারেরই নির্দিষ্ট জার্সি নম্বর থাকে। কিন্তু জাতীয় দলে সুযোগ পেলেও সেই জার্সি পাওয়ার সৌভাগ্য অনেকেরই হয় না। এর আগেও বহু তারকার ফুটবলারকে এ ব্যাপারে আপস করতে হয়েছে। কাতার বিশ্বকাপের আগে স্পেন ফুটবল দলের তরফে জানানো হয়েছে তাঁদের কোন ফুটবলার কোন নম্বরের জার্সি পাচ্ছেন। সেই তালিকা তুলে ধরল TV9 Bangla।
জার্সি বন্টনের ক্ষেত্রে স্প্যানিশ দলের অগ্রাধিকার দেয় অভিজ্ঞতাকে। একই জার্সি নম্বর পাওয়ার ক্ষেত্রে একাধিক জন থাকেন, তাহলে যিনি দলের অভিজ্ঞ ফুটবলার তিনি প্রথম পছন্দের সুযোগ পাবেন। এই কারণেই জাভিকে ইনিয়েন্তার সঙ্গে পছন্দের জার্সি ভাগ করে নিতে হত। জানা গিয়েছে, স্পেনের ১০ নম্বর জার্সি উঠবে মার্কো আসেনসিও গায়ে। মোরাতা পাচ্ছে ৭ নম্বর জার্সি। গাবি পাচ্ছেন ৯ নম্বর জার্সি। স্প্যানিশ দলে অভিষেকের পর থেকেই ৯ নম্বর জার্সি পেয়েছেন তিনি। চোটের কারণে ইউরো কাপে খেলতে পারেননি আনসু ফাতি। কাতারেই জাতীয় দলের হয়ে বড় মাপের প্রতিযোগিতায় নামবেন তিনি। ২৫ নম্বর জার্সি গায়ে নামতে হবে তাঁকে। তবে বার্সেলোনার মতোই পাঁচ নম্বর জার্সি পাচ্ছেন বুস্কেতস।
১. রবার্ট সাঞ্চেজ
২. সিজার আজপিলিকেইটা
৩. এরিক গার্সিয়া
৪. পাও তোরেস
৫. সের্গিও বুস্কেতস
৬. মার্কোস লরেন্তে
৭. আলভারো মোরাতা
৮. কোকে
৯. গাবি
১০. মার্কো আসেন্সিও
১১. ফেরান তোরেস
১২. নিকো উইলিয়াম
১৩. ডেভিড রায়া
১৪. হোসে গায়া
১৫. হুগো গুইলমন
১৬. রড্রি
১৭. ইয়েরেমি পিনো
১৮. জর্ডি আলবা
১৯. কার্লোস সোলার
২০. কার্ভাহাল
২১. দানি ওলমো
২২. পাবলো সারাবিয়া
২৩. উনাই সিমোন
২৪. লাপোর্তে
২৫. আনসু ফাতি
২৬. পেদ্রি