কোপা ইতালিয়ার (Coppa Italia) ফাইনালে কোনও অঘটন ঘটল না। বুধবার কোপা ইতালিয়ার ফাইনালে আতলান্তাকে (Atalanta) ২-১ ব্যবধানে হারিয়েছে জুভেন্তাস (Juventus)। টানা ১০ ম্যাচে অপরাজিত ছিল আতলান্তা। তাই ম্যালিনোভস্কিদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কিন্তু শেষ মেশ ট্রফি এসেছে জুভেন্তাস শিবিরে। এই নিয়ে ১৪ বার কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হল জুভেন্তাস। চলতি বছরটা ভালো যাচ্ছে না জুভের। তবে এই জয় খানিকটা হলেও স্বস্তি দেবে আন্দ্রে পিরলোর ছেলেদের।