
৩১ মিনিটে প্রথম গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন কুলুসেভস্কি।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

৪১ মিনিটে আটলান্টাকে সমতায় ফেরান ম্যালিনোভস্কি।(সৌজন্যে-আতলান্তা টুইটার)

ম্যাচের ৭৩ মিনিটে জুভেন্তাসের হয়ে জয়সূচক গোলটি করেন ফেডরিকো চিয়েসা।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

ইতালিয়ান কাপের ফাইনালে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

জন্মদিনে দারুণ উপহার পেলেন জুভে ম্যানেজার আন্দ্রে পিরলো।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)

ট্রফি হাতে পোজ দিয়ে ক্যামেরাবন্দি সিআর সেভেন।(সৌজন্যে-জুভেন্তাস টুইটার)