
কলকাতা: গ্যালারিতে কার সমর্থন বেশি ছিল! এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া কঠিন। কলিঙ্গ সুপার কাপ ফাইনালে গ্যালারি হাউসফুল। তাতে লাল-হলুদ জার্সির সমর্থন প্রচুর দেখা গিয়েছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম হোক বা কলকাতা। সেলিব্রেশনে মেতে ইস্টবেঙ্গল। প্লেয়াররা মাঠে সেলিব্রেশনে মাতলেন। সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তবে ক্লাবে যাঁরা খেলা দেখছিলেন! তাঁদের পরিস্থিতিও বেহাল ছিল। বিশেষ করে ম্যাচ এক্সট্রা টাইমে গড়ানোয়। আজ কখন আসছে দল? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে এ মরসুমে দুটো টুর্নামেন্টের ফাইনাল খেলল ইস্টবেঙ্গল। ডুরান্ডে চ্যাম্পিয়নের খেতাব মিস হয়েছিল। সুপার কাপেও স্নায়ুর চাপ তৈরি হয়েছিল। ২-১ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল। অ্যাডেড টাইমের খেলা চলছে। আর কিছুটা সময় পরই সেলিব্রেশন শুরু হয়ে যাওয়ার কথা। যদিও পেনাল্টি পায় ওডিশা এফসি। স্কোরলাইন ২-২ হয়ে যায়। প্রবল চাপে ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ক্লাবে খেলা দেখছিলেন টেনশন নিয়ে। তীরে এসে তরী ডুববে না তো! ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। এরপরই সেই সুন্দর মুহূর্ত। ক্যাপ্টেন ক্লেটন সিলভা স্কোরলাই ৩-২ করতেই গ্যালারির মতো ক্লাবতাঁবুতেও শুরু হয়ে যায় উচ্ছ্বাস।
দীর্ঘ ১২ বছর পর সর্বভারতীয় কোনও ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। সুপার কাপ জিতে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের যোগ্যতাও অর্জন করেছে। দীর্ঘ বিরতির পর ইস্টবেঙ্গল ফের এএফসি টুর্নামেন্ট খেলবে। সামনে রয়েছে আইএসএলের ম্যাচও। সমর্থকদের প্রত্যাশা যেন বাড়ছেই। তারই মাঝে এখন অপেক্ষা, কতক্ষণে টিম কলকাতায় পৌঁছবে। সকলের পক্ষে ভুবনেশ্বরে গিয়ে ম্যাচে উপস্থিত থাকা সম্ভব হয়নি। বিমানবন্দরে যে কার্লেসের টিমকে স্বাগত জানাতে হাজারো সমর্থক উপস্থিত থাকবেন, একথা বলাই যায়।
𝗕𝗔𝗖𝗞 𝗜𝗡 𝗔𝗦𝗜𝗔 𝗔𝗡𝗗 𝗛𝗢𝗪! 🤩#EBFCOFC #KalingaSuperCup #EastBengalFC #IndianFootball | @eastbengal_fc @EBRPFC @ebultras1920 @JioCinema @CarlesCuadrat pic.twitter.com/BlNNOMzSKT
— Indian Super League (@IndSuperLeague) January 28, 2024
ইমামি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে বিকেল ৩.৩০ নাগাদ কলকাতায় পৌঁছবে চ্যাম্পিয়ন টিম। শুধু তাই নয়, ক্লাবেও পতাকা উত্তোলন হবে বিকেল ৪টে নাগাদ। দীর্ঘ সময় পর লাল-হলুদ তাঁবুতে পুরনো মেজাজ ফিরছে। চ্যাম্পিয়ন ফুটবলাররা এ বার যেন টের পাবেন, তাঁদের ওপর শুধু প্রত্যাশার চাপই দেওয়া হয় না, তার কয়েকশো গুন ভালোবাসায় ভরিয়ে দেওয়া হয়।