AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal vs Odisha FC: অপেক্ষা এবং উপেক্ষা! ট্রফি জিতে ‘পূর্ণতার’ প্রত্যাশায় ইস্টবেঙ্গল

Kalinga Super Cup Final: ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে শুধুই হতাশা। গত মরসুমে সমর্থকরাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। যুবভারতীতে ম্যাচ থাকলেও গ্যালারি কার্যত ফাঁকা থাকত। এ মরসুমে চিত্রটা বদলেছে। ডুরান্ড কাপে অনবদ্য পারফর্ম করেছে দল। ফাইনালেও উঠেছে। সর্বভারতীয় ট্রফি খরা কাটেনি। এ বার কলিঙ্গ সুপার কাপের ফাইনাল। অপেক্ষার অবসান এবং উপেক্ষার জবাব, এরই আশায় বুক বাঁধছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

East Bengal vs Odisha FC: অপেক্ষা এবং উপেক্ষা! ট্রফি জিতে ‘পূর্ণতার’ প্রত্যাশায় ইস্টবেঙ্গল
Image Credit: X
| Updated on: Jan 28, 2024 | 10:15 AM
Share

কলকাতা: ইস্টবেঙ্গল শেষ কবে ট্রফি জিতেছিল? খুব বেশি দিন হয়তো নয়। প্রশ্নটা সর্বভারতীয় স্তরের হলে বলতে হবে প্রায় একযুগ। ২০১১ সালে ইন্ডিয়ান সুপার কাপ এবং ২০১২ সালে ফেডারেশন কাপ। সেই থেকে সর্বভারতীয় ট্রফির অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা। কলকাতা লিগ জিতলেও আক্ষেপটা রয়েই গিয়েছে। অপেক্ষার পাশাপাশি উপেক্ষাও কম সইতে হয়নি। কলকাতার ফুটবল আবেগ সারা বিশ্বের কাছেই অন্যতম উদাহরণ। ট্রফি না এলে ঐতিহ্যও যেন বোঝা হয়ে যায়। ২০১৮ সালেও সুপার কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। ফাইনালে বেঙ্গালুরু এফসির কাছে হার। ফের এক বার ট্রফির হাতছানি। মরসুমে এই নিয়ে দ্বিতীয় বার। ধারাবাহিক ভালো পারফরম্যান্স পূর্ণতা পাবে কিনা, সেটাই নজরে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলিঙ্গ সুপার কাপের ফাইনালে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওডিশা এফসি। ঘরের মাঠের সমর্থনও রয়েছে তাদের সঙ্গে। যদিও সমর্থনের দিক থেকে পিছিয়ে নেই ইস্টবেঙ্গল। ডার্বি হোক বা অন্য ম্যাচ। কলকাতা থেকে প্রচুর সমর্থক গিয়েছেন। গ্য়ালারিতে ইস্টবেঙ্গল গর্জন শোনা গিয়েছে। আজকের ম্যাচেও এমন পরিস্থিতিই থাকবে। ওডিশার হোম ম্যাচ হলেও সমর্থন একতরফা হবে না একথা নিশ্চিত।

ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে শুধুই হতাশা। গত মরসুমে সমর্থকরাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। যুবভারতীতে ম্যাচ থাকলেও গ্যালারি কার্যত ফাঁকা থাকত। এ মরসুমে চিত্রটা বদলেছে। ডুরান্ড কাপে অনবদ্য পারফর্ম করেছে দল। ফাইনালেও উঠেছে। সর্বভারতীয় ট্রফি খরা কাটেনি। এ বার কলিঙ্গ সুপার কাপের ফাইনাল। অপেক্ষার অবসান এবং উপেক্ষার জবাব, এরই আশায় বুক বাঁধছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত, ফুটবলাররাও আবেগটা উপলব্ধি করতে পারছেন। সাংবাদিক সম্মেলনে বারবার উঠে এসেছে সমর্থকদের কথা। ডার্বি জিতেও সমর্থকদের জন্য বার্তা দিয়েছেন কোচ। সমর্থকরাও বর্তমান টিমকে নিয়ে প্রবল আশাবাদী। গ্যালারিই যেন এর প্রমাণ। ক্লাব-কোচ-প্লেয়ারদের জন্যই ভালোবাসা, তেমনই ক্লাব-টিম-প্লেয়ারদের জগৎও তো সমর্থকদের ঘিরেই। একটা ট্রফি এই সম্পর্ক আরও গাঢ় করতে পারে। সেই লক্ষ্যেই প্রস্তুত ইস্টবেঙ্গল।

ফাইনালে লড়াইটা সহজ নয়। ওডিশা এফসি দুর্দান্ত পারফর্ম করছে। গত বারের চ্যাম্পিয়ন তারা। সেমিফাইনালে মুম্বই সিটি এফসির মতো দলকে হারিয়েছে। দলে রয় কৃষ্ণার মতো স্ট্রাইকার। সের্গিও লোবেরার মতো বুদ্ধিমান কোচ। ইস্টবেঙ্গলের বাধা অনেক। তবে ইস্টবেঙ্গল টিমের শক্তি প্লেয়ারদের একতা। যা দিয়ে অনেক অসাধ্য সাধন করা যায়। ইস্টবেঙ্গলও তাই চায়। আজ ইস্টবেঙ্গল শুধু নিজেদের সমর্থকদের জন্যই নয়, বাংলা ফুটবলেরও প্রতিনিধি।

কলিঙ্গ সুপার কাপ ফাইনাল, ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি সন্ধে ৭.৩০, লাইভ স্ট্রিমিং-জিও সিনেমায়