লন্ডন: ইউরোপিয়ান ক্লাবের প্রতি কি ঝোঁক কমছে তারকা ফুটবলারদের? এমন প্রশ্ন উঠতেই পারে। বর্তমানে যেন লড়াইটা হয়ে দাঁড়িয়েছে ইউরোপীয় বনাম সৌদি আরব ফুটবল। বিশ্বের অনেক তারকা ফুটবলারই সৌদি আরবের ক্লাবে ঝুঁকেছেন। কাতার বিশ্বকাপের পরই সৌদি আরবের ক্লাব আল নাসেরে রেকর্ড চুক্তিতে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চাইলে ইউরোপের কোনও ক্লাবেও সুযোগ পেতেন রোনাল্ডো। যদিও সৌদি আরবের ক্লাবকেই বেছে নেন সিআর সেভেন। তালিকায় তিনি একা নন। করিম বেঞ্জেমার মতো ফুটবলারও যোগ দিয়েছেন এই লিগে। এ বার সৌদির ক্লাবে ফরাসি তারকা কান্তে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সৌদি প্রো-লিগে গত মরসুমে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। শেষ ল্যাপে রোনাল্ডোর আল নাসেরকে পিছনে ফেলে দিয়েছে তারা। এ বার আরও শক্তিশালী দল গড়ছে আল ইত্তিহাদ। ফরাসি তারকা করিম বেঞ্জেমা আগেই এই ক্লাবে সই করেছিলেন। জাতীয় দলে তাঁর সতীর্থ এনগোলো কান্তেও যোগ দিলেন। ইউরোপিয়ান ফুটবলে সবই জিতেছেন ভরসাযোগ্য এই মিডফিল্ডার। এ বার সৌদি ফুটবলে নিজের ভাগ্য পরীক্ষা করতে চান কান্তে। আল-ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ৩২ বছরের ফরাসি মিডফিল্ডার। দীর্ঘ ছ’বছর পর চেলসি ছাড়ছেন কান্তে।
সোশ্যাল মিডিয়ায় কান্তেকে নিয়ে একের পর এক বার্তা তাঁর নতুন ক্লাব আল ইত্তিহাদের। কান্তের খেলার ধরন নিয়ে লিখেছে-‘ওয়েলকাম বক্স টু বক্স’। গত মরসুমে ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমা নতুন ক্লাবে কান্তের সতীর্থ। বেঞ্জেমা এক ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘আমিই একটা সময় বলেছিলাম, তুমি বিশ্বের সেরা বক্স টু বক্স প্লেয়ার। আবারও তোমার সঙ্গে খেলার সুযোগ পাব, খুবই ভালো লাগছে।’
সূত্রের খবর, কান্তের সঙ্গে ১০০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে সৌদি প্রো-লিগ চ্যাম্পিয়ন টিমের। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই টিমের গুরুত্বপূর্ণ সদস্য কান্তে। গত দু-মরসুমে চোট সমস্যায় জর্জরিত। কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি কান্তে।