AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karim Benzema: জীবনের তিন স্বপ্ন পূরণ হয়েছে বেঞ্জেমার, জানালেন নিজেই

French Striker: বিশ্বকাপ শুরুর আগে বেঞ্জিমা নিজেই জানালেন নিজের কৃতিত্বের কথা। যে সব কৃতিত্বে এক জন ফুটবলার হিসাবে অর্জনের স্বপ্ন দেখতেন তিনি।

Karim Benzema: জীবনের তিন স্বপ্ন পূরণ হয়েছে বেঞ্জেমার, জানালেন নিজেই
করিম বেঞ্জিমা
| Edited By: | Updated on: Oct 22, 2022 | 12:40 PM
Share

মাদ্রিদ: এ সপ্তাহের শুরুতেই ব্যালন ডি’অর উঠেছে তাঁর হাতে। রিয়েল মাদ্রিদের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন। বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর গোলও করেছেন। তিনি করিম বেঞ্জিমা। ক্লাব ফুটবলে সাফল্যের শীর্ষে থাকা বেঞ্জিমার নজর এ বার বিশ্বকাপের দিকে। কাতারে বিশ্বসেরার খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে ফ্রান্স। ফরাসিদের আক্রমণ ভাগের মূলস্তম্ভ বেঞ্জিমা। বিশ্বকাপ শুরুর আগে বেঞ্জিমা নিজেই জানালেন নিজের কৃতিত্বের কথা। যে সব কৃতিত্বে এক জন ফুটবলার হিসাবে অর্জনের স্বপ্ন দেখতেন তিনি। সে রকম তিনটি কৃতিত্ব অর্জন করেছেন বলে দাবি করেছেন তিনি। রিয়েল মাদ্রিদ টিভিকে এক সাক্ষাৎকারে বেঞ্জিমা জানিয়েছেন নিজের কৃতিত্ব অর্জনের কাহিনি। সেই কাহিনি আপনাদের কাছে তুলে ধরছে TV9 Bangla

রিলের মাদ্রিদের হয়ে বছরের পর বছর ধরেই দুরন্ত পারফরম্যান্স করেছেন বেঞ্জিমা। কিন্তু এত বছর পর কৃতিত্বের পুরস্কার হিসাবে পেয়েছেন ব্যালন ডি’অর। এ নিয়ে বেঞ্জিমা বলেছেন, “এটা আমার কাছে সেরা মরসুম। কারণ এই সিজনে আমি ব্যালন ডি’অর জিতেছি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই এই পুরস্কার জেতার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণ হল। আমার জীবনে এই সিজন সবথেকে সেরা।”

এর পরই জীবনের স্বপ্নপূরণ নিয়ে তিনি বলেছেন, “আমার জীবনের তিনটি স্বপ্ন সফল করেছি আমি। মায়ের জন্য বাড়ি কেনা। রিয়েল মাদ্রিদের হয়ে ফুটবল খেলা। কারণ এটি বিশ্বের শ্রেষ্ঠ ক্লাব। তৃতীয় স্বপ্ন ব্যালন ডি’অর জেতা। আমি আমার কাজে গর্বিত।”

রিয়েল মাদ্রিদে বেঞ্জিমার সাফল্য

রিয়াল মাদ্রিদের হয়ে খেলে প্রচুর সাফল্য পেয়েছেন বেঞ্জিমা। চ্য়াম্পিয়ন্স লিগ জিতেছেন বেশ কয়েক বার। স্প্যানিশ নিলও জিতেছেন। এ নিয়ে বেঞ্জিমা বলেছেন, “এটা ইতিহাস। চ্য়াম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছনো যথেষ্ট কঠিন। আমি জেতা বলছি না, ফাইনালে পৌঁছনোর কথা বলছি। চ্যাম্পিয়ন্স লিগ খুব জটিল লিগ। তা জেতা খুবই আনন্দের। তবে পাঁচ বার জেতা ইতিহাস।” রিয়েলে জিনেদিন জিদান এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রশংসাও শোনা গিয়েছে বেঞ্জিমার গলায়। তিনি যতই সফল হোন নিজেকে রোনাল্ডো এবং জিদানের উপরে রাখতে রাজি নন ফরাসি স্ট্রাইকার। এ নিয়ে বেঞ্জিমা বলেছেন, “রিয়েলের সেরা তালিকায় নিজের নামকে পৌঁছে দিতে পেরে আমি গর্বিত। কিন্তু তাই বলে জিদান এবং রোনাল্ডোর উপরে আমি নই। তাঁরা যা করেছেন আমি তা পারিনি। তবে তাঁরা আমাকে সাহায্য করেছেন এই স্তরে পৌঁছতে।”